Jawed Habib: লক্ষ-লক্ষ টাকার আর্থিক প্রতারণার মামলা দায়ের জাভেদ হাবিবের বিরুদ্ধে

September 24, 2025 | < 1 min read
Published by: Manas Modak

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৩: হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব (Jawed Habib) ও তাঁর পুত্রের বিরুদ্ধে বড়সড় আর্থিক কেলেঙ্কারির মামলা রুজু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। বিটকয়েন (Bitcoin) ও অর্থ বিনিয়োগের প্রলোভন দেখিয়ে মানুষকে লক্ষ-লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। উল্লেখ্য, জাভেদ হাবিব ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন।

উত্তরপ্রদেশের সম্বল জেলায় একাধিক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে এই মামলাটি দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, জাভেদ হাবিব ও তাঁর পুত্র FLC বা ফলিকিল গ্লোবাল কোম্পানির নামে মানুষের বিনিয়োগের বদলে ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ মুনাফা পাওয়ার লোভ দেখান। অনেককেই বিটকয়েন ও বাইন্যান্স (Binance) কয়েনে বিনিয়োগ করতে রাজি করানো হয় এবং তাদের টাকা কোম্পানির অ্যাকাউন্টে জমা করা হয়। কিন্তু যখন বিনিয়োগকারীরা তাদের টাকা ফেরত চান, তখন কোম্পানির কার্যালয় বন্ধ করে অভিযুক্তরা পালিয়ে যান বলে জানা গিয়েছে।

এই প্রতারণা শুরু হয় ২০২৩ সালে, যখন জাভেদ হাবিব ও তাঁর পুত্র সম্বলের একটি ব্যাঙ্কোয়েট হলে এফএলসির ব্যানারে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন। অনেকেই গ্যারান্টি দেওয়া মুনাফার লোভে বিপুল অর্থ বিনিয়োগ করতে রাজি হন। অভিযোগ উঠছে যে বিনিয়োগের অর্থ সাইফুল নামক এক ব্যক্তির অ্যাকাউন্টে পাঠানো হয়, যিনি নিজেকে কোম্পানির পরিচালক বলে দাবি করতেন। প্রতারণার গুরুতর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ এবং এখনও তদন্ত চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen