হিরণের বিরুদ্ধে দায়ের হল মামলা, কোন কোন অভিযোগ BJP বিধায়কের বিরুদ্ধে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৩: বিজেপির বিধায়ক তথা খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিয়ে নিয়ে তুঙ্গে বিতর্ক। সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে কার্যত। বুধবার রাতেই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি বিধায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়। স্ত্রী-কন্যার অভিযোগের ভিত্তিতে FIR দায়েরের পর এবার হিরণের বিরুদ্ধে মামলা রুজু হল। পঁচিশ বছরের দাম্পত্যে মানসিক যন্ত্রণার কথাও তুলে ধরেছেন অনিন্দিতা। সেই প্রেক্ষিতে হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও বধূ অত্যাচারের মামলা দায়ের হল।
প্রথম স্ত্রী’র সঙ্গে আইনি বিচ্ছেদ না-করেই দ্বিতীয়বার বিয়ে আইনত বৈধ নয়। হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ অনুযায়ী, এই বিয়ে আইনত অপরাধ। অভিযুক্তের বছরখানেকের জেলও হতে পারে। হিরণের দ্বিতীয় বিয়ে কার্যত রাজ্য রাজনীতির অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। পুলিশি সূত্রে খবর, বধূ অত্যাচার, বিশ্বাসভঙ্গ-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বিজেপি বিধায়কের বিরুদ্ধে। জানা যাচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতার (BNS) মোট তিন ধারায় মামলা রুজু হয়েছে।
বুধবার আনন্দপুর থানায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনিন্দিতা জানিয়েছিলেন, “আমাদের ডিভোর্স হয়ে যাক। তারপর নাচতে নাচতে বিয়ে করুক। হিরণ চট্টোপাধ্যায় ওকে বিয়ে করে কি-না দেখব। আমি বার্তা দিলাম ওকে, দেখি কত সুখে শান্তিতে ও সংসার করে। সারাদিন তো শুনি আত্মহত্যা করতে যাচ্ছে। বিয়ের আগে যে মেয়ে ১৫ বার আত্মহত্যা করতে যায়, সে যে কত সুখে জীবনযাপন করবে আপনারাই বলুন।”
অন্যদিকে, গেরুয়া দলের বিধায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়, নতুন স্ত্রী ঋতিকা গিরির মধ্যে ভার্চুয়াল বাকবিতণ্ডা চলছে। হিরণের মুখে কুলুপ। অনিন্দিতাকে আইনি চ্যালেঞ্জ ছোড়া পোস্টও সরিয়ে ফেলেছেন ঋতিকা।