মমতার চাপে নতি স্বীকার কেন্দ্রের! অন্তঃসত্ত্বা সোনালিকে ৪ সপ্তাহে দেশে ফেরানোর নির্দেশ দিল হাই কোর্ট

September 26, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৮:  অবশেষে বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালিকে (Sonali Bibi) বাংলাদেশে পাঠানোর কেন্দ্রের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে তৃণমূলের ধারাবাহিক প্রচেষ্টা অবশেষে সফল হল। বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে স্বামী, পুত্র-সহ বাংলাদেশে (Bangladesh)পাঠানোর কেন্দ্রের সিদ্ধান্ত খারিজ করে আদালত জানিয়ে দিয়েছে, “চার সপ্তাহের মধ্যে তাঁকে দেশে ফেরাতে হবে।”

দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বাংলাদেশি সন্দেহে সোনালিদের আটক করে মাত্র দু’দিনের মধ্যে পুশব্যাক করেন। যদিও সোনালির পরিবার দাবি করেছে, তারা বহু প্রজন্ম ধরে বীরভূমের বাসিন্দা।

শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে আদালত জানায়, “সোনালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল। কেন্দ্রকে অবিলম্বে তাঁদের দেশে ফিরিয়ে আনতে হবে।”

আরও পড়ুন: কেন ‘পুশব্যাক’? অন্তঃসত্ত্বা সোনালিকে বাংলাদেশে পাঠানোয় Supreme Court তুলল প্রশ্ন

সোনালির অন্তঃসত্ত্বা অবস্থার কথা মাথায় রেখে উদ্বেগ প্রকাশ করেছে তাঁর পরিবার। ভিনদেশে সন্তানের জন্ম হলে নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা।

এই ঘটনার পর পশ্চিমবঙ্গ পরিযায়ী কল্যাণ সমিতির চেয়ারম্যান সামিরুল ইসলাম বলেন, “সোনালিকে বাংলাদেশে পাঠানোর পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তাঁদের পাশে দাঁড়িয়েছি। হাই কোর্টকে ধন্যবাদ সুবিচারের জন্য। ওঁদের দেশে ফেরানোর পর যা যা দরকার হবে, আমরা করব। সবরকম সাহায্য করব।”

আরও পড়ুন: মমতার নির্দেশ, বাংলাদেশে পুশব্যাক করা অন্তঃসত্ত্বা সোনালিকে ফিরিয়ে আনার আশ্বাস রাজ্যসভার সাংসদের

উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি সামিরুল ইসলাম তাঁদের বাড়িতে গিয়ে আশ্বাস দিয়েছেন- কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে লড়াই চলছে, মেয়েদের ঘরে ফিরিয়ে আনা হবে। ফিরে এলে শ্রমশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। বিজেপিকে এই ঘটনার জন্য জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen