কেন্দ্রের কড়া নীতি: আর হবে না ভারত-পাক দ্বিপাক্ষিক ম্যাচ, তবে এশিয়া কাপে খেলবে টিম ইন্ডিয়া
আমরা কখনোই চাই না আমাদের ক্রীড়াবিদরা সমস্যায় পড়ুক। কিন্তু পাকিস্তান একটি দেশ, যারা প্রকাশ্যে ভারতবিরোধী মনোভাব দেখাতে পিছপা হয় না।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৩: কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বৃহস্পতিবার এক যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করেছে। নতুন নীতি অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক ম্যাচ হবে না,তা ঘরের মাঠে হোক বা নিরপেক্ষ ভিনুতে। তবে আসন্ন এশিয়া কাপে(Asia Cup) ভারতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে কোনো বাধা থাকছে না, কারণ সেটি বহুপাক্ষিক প্রতিযোগিতা।
ক্রীড়া মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, এই নীতি অবিলম্বে কার্যকর হচ্ছে। অর্থাৎ, ভারতীয়(India) খেলোয়াড়রা পাকিস্তানে(Pakistan) গিয়ে কোনো দ্বিপাক্ষিক ম্যাচ খেলবেন না এবং পাকিস্তানি ক্রীড়াবিদদেরও ভারতে আমন্ত্রণ জানানো হবে না। তবে বহুপাক্ষিক প্রতিযোগিতা, যেমন এশিয়া কাপ বা বিশ্বকাপের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। এ ধরনের টুর্নামেন্টে পাকিস্তান আয়োজক হলে সরকার পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবে।
এক সূত্র জানিয়েছে , “আমরা কখনোই চাই না আমাদের ক্রীড়াবিদরা সমস্যায় পড়ুক। কিন্তু পাকিস্তান একটি দেশ, যারা প্রকাশ্যে ভারতবিরোধী মনোভাব দেখাতে পিছপা হয় না। তারা যখন-তখন ভারতকে আঘাত করতে পারে বলেই আমরা সতর্ক।”
সম্প্রতি পাহালগাম সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যু এবং তার পর ‘অপারেশন সিন্দূর’-এর সামরিক সংঘাতের ফলেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ওই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে।
নীতি অনুযায়ী বলা হয়েছে
ভারতীয় দল আর কোনো পরিস্থিতিতেই পাকিস্তানে গিয়ে দ্বিপাক্ষিক প্রতিযোগিতায় অংশ নেবে না।পাকিস্তানি দলকেও আর ভারতের মাটিতে খেলার অনুমতি দেওয়া হবে না। বহুপাক্ষিক টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
ক্রীড়া মন্ত্রকের বক্তব্য, ভারতের এই অবস্থান আসলে সামগ্রিক জাতীয় নীতিরই প্রতিফলন। সীমান্তে শত্রু দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ক্রীড়া সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়।
তবে এবার থেকে পাকিস্তানের মাটিতে কোন প্রতিযোগিতা আয়োজন হলে প্রতিবারই কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত প্রয়োজন হবে ভারতীয় প্লেয়ারদের।