রাজ্যের আপত্তি উপেক্ষা করে চার শ্রম কোড আইনে পরিণত করে দিল কেন্দ্রীয় সরকার

November 22, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: কেন্দ্রের মোদী সরকার শুক্রবার থেকে সারা দেশে চার শ্রমিক কোড আইনে পরিণত করে দিল। শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এদিন নিজেই এই ঘোষণা করেছেন। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, তা করতে গিয়ে আইন কার্যকরের ‘আইন’ই মানল না মোদী সরকার। কারণ শ্রম কোড আইন হিসেবে কার্যকর হতে হলে আগে দেশের সবক’টি রাজ্যের সঙ্গে এই ব্যাপারে ঐকমত্য হওয়া প্রয়োজন। প্রত্যেক রাজ্য আইন কার্যকরের ক্ষেত্রে সহমতি না দিলে তা চালু করাই যায় না। ঘটনা হল, চার শ্রম কোড নিয়ে প্রথম থেকেই তীব্র আপত্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। এমনকি সবক’টি লেবার কোডে তামিলনাড়ু সরকারের সঙ্গেও ঐকমত্য হয়নি কেন্দ্রের।

যে চার শ্রম কোড শুক্রবার থেকে আইনে পরিণত হয়েছে, সেগুলি হল ‘কোড অন ওয়েজেস, ২০১৯’, ‘ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড, ২০২০’, ‘কোড অন সোশ্যাল সিকিউরিটি, ২০২০’, ‘অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড, ২০২০’। দেশের মোট ২৯টি শ্রম আইনকে একত্রিত করেই এই চারটি লেবার কোড ল’য়ে পরিণত হল। অর্থাৎ, শুক্রবার থেকে ওই ২৯টি শ্রম আইনের আলাদা করে কোনও অস্তিত্ব আর রইলো না।

ইতিমধ্যেই এর তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই এই চারটি শ্রম কোডের বিরোধিতা করে আসছেন। রাজ্যের আপত্তি সত্ত্বেও জবরদস্তি শ্রম কোড আইনে পরিণত করা হয়েছে। তাছাড়া সব রাজ্যই যে এই ব্যাপারে সহমত হয়েছে, তাও নয়। কেন্দ্র আসলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানতেই চায়নি। এর তীব্র বিরোধিতা করেছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। তাদের অভিযোগ, অগণতান্ত্রিক পদ্ধতিতে চার শ্রম কোডকে আইনে পরিণত করা হয়েছে। নতুন চার শ্রম আইন অবিলম্বে বাতিল করা না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবে প্রত্যাশিতভাবেই কেন্দ্রের এহেন পদক্ষেপকে সমর্থন করেছে সংঘের শ্রমিক শাখা বিএমএস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen