কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফলে বঙ্গ BJP-র ওপর না-খুশ কেন্দ্রীয় নেতৃত্ব, চাইল রিপোর্ট
২০২৪ লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলে কালীগঞ্জে বিজেপি যে ভোট পেয়েছিল, উপনির্বাচনে সেই ভোটসংখ্যা আরও কমেছে।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৫: কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল বেরোনোর পর শুভেন্দুরা যতই ফলাও করে প্রচার করুন না কেন যে BJP-র হিন্দু ভোটের সংখ্যায় বেড়েছে, সূত্রের খবর দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এই ফলাফলে নাকি না-খুশ।
বাংলায় বিধানসভা নির্বাচনের বাকি মোটামোটি ৩০০ দিন। তার আগে একটি বিধানসভা আসনের উপনির্বাচনেও ভালো ফল করতে ব্যর্থ বিজেপি। তৃণমূল কংগ্রেস প্রচার করছে যে ২০২৪ লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলে কালীগঞ্জে বিজেপি যে ভোট পেয়েছিল, উপনির্বাচনে সেই ভোটসংখ্যা আরও কমেছে।
বিজেপি’র দলীয় সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, কালীগঞ্জ উপনির্বাচন নিয়ে বঙ্গ বিজেপির কাছে রিপোর্ট চেয়ে পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জানা যাচ্ছে,বঙ্গ বিজেপি’র তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে, রাজ্যে তারা দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে। এ ছাড়াও যে-কোনও রাজ্যের উপনির্বাচনেই সংশ্লিষ্ট শাসক দল কিছুটা ভালো অবস্থানে থাকে।
তবে জানা যাচ্ছে, বঙ্গ বিজেপির ব্যাখ্যা যাই হোক না কেন, তাকে বিশেষ আমল দিতে রাজি নয় কেন্দ্রীয় পার্টি। তাদের সাফ প্রশ্ন, সেক্ষেত্রে গুজরাতে ফল অন্যরকম হল কীভাবে? দলীয় সূত্রের খবর, সংসদের বাদল অধিবেশনের আগেই দিল্লিতে ডেকে পাঠানো হতে পারে বঙ্গ বিজেপির কোর টিমকে। সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই দেখার বিষয়।