৩৮টি কয়লা খনির বাণিজ্যিক খননের জন্য নিলাম ডাকবে কয়লা মন্ত্রক

বৃহস্পতিবার কয়লা মন্ত্রক তালিকা প্রকাশ করে জানিয়ে দিল আপাতত ৩৮ খনির জন্য নিলাম ডাকা হবে।

September 4, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাণিজ্যিক খননের জন্য কয়লা খনিগুলির নিলামের ঘোষণা আগেই করেছিল কেন্দ্রীয় সরকার। গত ১৮ জুন কয়লা খনির বাণিজ্যিক খননের প্রক্রিয়াও শুরু হয়েছিল। বৃহস্পতিবার কয়লা মন্ত্রক তালিকা প্রকাশ করে জানিয়ে দিল আপাতত ৩৮ খনির জন্য নিলাম ডাকা হবে।

মন্ত্রক বলেছে, খনি এবং খনিজ পদার্থ উন্নয়ন এবং নিয়ন্ত্রণ বা এমএমডিআর আইন, ১৯৫৭-এর আওতায় প্রথম দফার নিলামে ডোলেসরা, জারেকেলা এবং ঝরপালাম-তঙ্গারঘাট খয়লা খনিকে জোড়া হয়েছে।

এছাড়া মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, এমএমডিআর, ১৯৫৭ আইনের আওতায় প্রথম দফার নিলামে মোরগা দক্ষিণ কয়লা খনির নাম প্রত্যাহার করা হয়েছে। ফতেপুর পূর্ব, উত্তর মদনপুর, মোরগা-২ এবং সায়ং কয়লা খনির নাম সিএমএপি, ২০১৫ আইনের আওতায় একাদশ দফায় প্রত্যাহার করা হয়েছে। এই দুটি আইনের আওতায় এবার ৩৮টি কয়লা খনির বাণিজ্যিক খননের জন্য নিলাম ডাকা হবে, জানিয়েছে কয়লা মন্ত্রক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen