১০০ দিনের কাজ বন্ধেই অনড় কেন্দ্র! আদালত অবমাননার অভিযোগ রাজ্যের

October 13, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:০৯:  কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও বাংলায় এখনও শুরু হয়নি ১০০ দিনের কাজ। রাজ্য সরকারের অভিযোগ, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক বিপুল পরিমাণ বকেয়া অর্থ আটকে রেখেছে, যার ফলে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের (Supreme Court) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলে রাজ্য।

সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে রাজ্যের পক্ষের আইনজীবীরা জানান, হাইকোর্টের নির্দেশ কার্যকর না করে কেন্দ্র আদালতের আদেশ অমান্য করেছে। তাঁরা দাবি করেন, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে প্রকল্পের অর্থ আটকে রেখে শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবিকার অধিকার থেকে বঞ্চিত করছে।

দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে ১০০ দিনের কাজ প্রকল্প নিয়ে মতবিরোধ চলছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাই অর্থ ছাড় বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, রাজ্যের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্র অর্থ দিচ্ছে না।

সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, দীপাবলির ছুটির পর আগামী ২৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখযোগ্য, গত ১ আগস্ট কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল রাজ্যে ১০০ দিনের কাজ পুনরায় শুরু করতে। সেই নির্দেশের বিরুদ্ধেই কেন্দ্র সুপ্রিম কোর্টে মামলা করে। এখন রাজ্যের লক্ষ লক্ষ মনরেগা শ্রমিক আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen