ভাইফোঁটা থেকে সাত পাকে বাঁধা! পাঁচ বছরে বদল BJP বিধায়ক হিরণ-ঋতিকার সম্পর্কে?

January 23, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৫: বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiraan Chatterjee) দ্বিতীয় বিয়ে ঘিরে বিতর্ক তুঙ্গে। বিজেপি বিধায়কদের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ইতিমধ্যেই, তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। বিয়ের শংসাপত্র নিয়ে থানাও গিয়েছেন প্রথম স্ত্রী। অন্যদিকে, নীরবতা ভেঙেছেন পদ্ম পার্টির বিধায়কের সদ্য বিবাহিতা দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক ছবি ঘিরে নতুন করে মাথাচাড়া দিল নানা জল্পনা। ছবিতে দেখা যাচ্ছে, হিরণকে ভাইফোঁটা দিচ্ছেন ঋতিকা!

বুধবার রাতে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে ও সম্পর্ক নিয়ে মুখ খোলেন তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। গত পাঁচ বছর ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন বলে জানান তিনি। ২৪ ঘণ্টার মধ্যে সমাজ মাধ্যম থেকে সেই পোস্ট তিনি মুছে দেন। তারপরই প্রকাশ্যে এসেছে হিরণ ও ঋতিকার ছবি। তাতে দেখা যাচ্ছে, বিধায়ক তথা অভিনেতাকে ভাইফোঁটা দিচ্ছেন ঋতিকা। এতেই অনিন্দিতা চট্টোপাধ্যায়ের (হিরণের প্রথম স্ত্রী) প্রশ্ন, “২০২১ সালের নভেম্বরে যদি হিরণকে ভাইফোঁটা দেন, তা হলে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক থাকল কী করে? ভাই হিসাবে ভাইফোঁটা দিয়ে তাঁকে আবার কী করে বিয়ে করতে পারে একজন? অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। ভাবতেই আমার অস্বস্তি হচ্ছে।”

অনিন্দিতা জানান, হিরণের খড়্গপুরের বাড়িতে ভাইফোঁটার ছবিটি তোলা। তাঁর দাবি, তিনি যে মিথ্যা বলছেন না, তা আবার প্রমাণিত হয়ে গেল। গত কয়েক বছর ধরে খড়্গপুর থেকে কলকাতার বাড়িতে যাতায়াত করতেন হিরণ। অনিন্দিতার কথায়, একেবারে যোগোযাগ বিচ্ছিন্ন ছিল এমনটা কখনও হয়নি। ২০২৪ সালে তাঁরা বিদেশে ঘুরতেও গিয়েছিলেন। সে সময় হিরণ তাঁর প্রথম স্ত্রীকে জানিয়েছিলেন মেয়েটি তাঁকে ভয় দেখাচ্ছে। অনিন্দিতা জানান, সেই সময় স্বামীর কথা বিশ্বাসও করেছিলেন তিনি। কিন্তু হিরণ কোথায়? এতকিছু তাঁকে ঘিরে হচ্ছে কিন্তু হিরণ্ময় নীরবতায় তিনি কী করছেন?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen