বিশ্বজয়ী রিচা ঘোষের নামে উত্তরবঙ্গে স্টেডিয়াম তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

November 10, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫১: বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের (Richa Ghosh) কৃতিত্বকে সম্মান জানিয়ে তাঁর নামে উত্তরবঙ্গে একটি স্টেডিয়াম তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার উত্তরকন্যা থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন তিনি।

রিচা ঘোষের সম্মানে চাঁদমনি টি এস্টেটের ২৭ একর জমিতে তৈরি হবে এই ক্রিকেট স্টেডিয়াম (Cricket Stadium)। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রিচাকে অভিনন্দন। মাত্র ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ওর নামে আমরা একটা ক্রিকেট স্টেডিয়াম করতে চাই। চাঁদমণি বাগানে প্রায় ২৭ একর জমি আছে। ওটা ক্রিকেট স্টেডিয়াম করার জন্য। রিচা ক্রিকেট স্টেডিয়াম।’’  মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই উত্তরবঙ্গের ক্রীড়া মহলে খুশির জোয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে রিচা ও তাঁর পরিবার।

এদিন উত্তরকন্যায় প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জানান, “মাত্র ২২ বছর বয়সে রিচা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। আমাদের নেতারা তাঁর শহরে তাঁর জন্য একটি বিশাল সংবর্ধনার আয়োজন করেছেন। সিএবি তাদের সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা রিচাকে সম্মানিত করেছি। কিন্তু তাঁর উদ্দেশ্যে আমি একটি স্টেডিয়াম তৈরি করতে চাই, এখানে একটি ক্রিকেট স্টেডিয়াম করব। প্রায় সাতাশ একর জমি আছে চাঁদমারি বাগানে। আমি মেয়রকে বলব ওটা একটা ক্রিকেট স্টেডিয়াম করতে। এই ক্রিকেট স্টেডিয়ামটির নাম হবে ‘রিচা ক্রিকেট স্টেডিয়াম’। ভবিষ্যতেও মানুষ যেন তাঁর পারফরম্যান্স মনে রাখে এবং অনেকেই যাতে অনুপ্রাণিত হন তাই এই পরিকল্পনা করা হচ্ছে।”

এর আগে শনিবার কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে রিচাকে সম্মানিত করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB) ও রাজ্য সরকার। এছাড়াও রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশের DSP-র চাকরিও দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজে, যেখানে রিচারকে দেওয়া হয় একাধিক উপহার ও বঙ্গভূষণ সম্মান।

জনগণমন বিতর্ক

উল্লেখ্য, সোমবার সেই নিয়ে উত্তরবঙ্গ থেকে জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গান প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, ‘বন্দে মাতরম আর জনগণমন-র মধ্যে ঝগড়া লাগাচ্ছেন।’ তিনি বলেন, ‘দুর্নীতি বন্ধ করতে পারেননি, বিহারের উন্নতির জন্য আপনার কোনও স্পষ্ট রোডম্যাপ নেই।’

বিজেপির বিরুদ্ধে গর্জন

বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন মমতা।  তিনি বলেন, “যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। কখনও শিক্ষাব্যবস্থা, সংবিধান, আম্বেদকরের নামে বিতর্ক। যা ইচ্ছে তাই করছেন। বন্দেমাতরম ও জনগণমন নিয়ে ঝগড়া বাঁধাচ্ছেন? লজ্জা করে না? আমাদের কাছে বন্দেমাতরম এবং জনগণমন সমান সম্মানের।”  ২০২৬শের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে উৎখাতের কথা বলেন  তিনি।

SIR প্রসঙ্গে

বাংলায় SIR স্থগিত করার দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘SIR-এর নামে ঘুরিয়ে সুপার ইমার্জেন্সি চলছে।’ এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পদত্যাগও দাবিও করেন মমতা । তিনি বলেন, “কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে জানতে চাই। শকুনিবাবুরা লজ্জা করে না। নোটবন্দি শুনেছিলেন তো, আর এসআইআর হল ভোটবন্দি। আপনাকে প্রমাণ করতে হবে, আপনি আপনাকে চেনেন। এর থেকে বড় অসম্মান কী হতে পারে? দু’বছর সময় দিতে পারত। এত কিসের তাড়াহুড়ো? মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত হতে হচ্ছে। নোট হবে না। ঘোঁট হবে।”

 অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে তোপ 

অনুপ্রবেশ ইস্যুতেও ফের কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রের বিএসএফের (BSF) হাতে। তাই অনুপ্রবেশের দায় কেন অমিত শাহ (Amit Shah) নেবেন না! অনুপ্রবেশের দায় নিজের ঘাড়ে নিয়ে অমিত শাহের ইস্তফার দাবিতে তোলেন মুখ্যমন্ত্রী।

বিপর্যস্ত উত্তরবঙ্গে কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গে 

উত্তরবঙ্গের অবস্থা নিয়ে মমতা বলেন, ‘তিস্তাকে বাঁচাতে কোনও উদ্যোগ নেয়নি সরকার। এ দিকে তিস্তাকে আটকে দিয়েছে। এটা অপরাধ নয়। ভূমি ধস ও বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গ। সেই নিয়ে কেউ আসেনি। এরা কেউ কথাও বলেনি, কিছু দেয়নি।’

 

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen