মোবাইল জমা রেখে জেলাশাসকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মমতার, কী নিয়ে হল আলোচনা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২৫: নবান্নে নজিরবিহীন সতর্কতা! মোবাইল ফোন জমা রেখে জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া রুখতে জেলাশাসকদের অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে নবান্নে রাজ্যের সব জেলাশাসকদের (DM) নিয়ে এক জরুরি বৈঠক করেন তিনি। তবে এই বৈঠকের সবচেয়ে আলোচিত বিষয় ছিল নিরাপত্তা এবং গোপনীয়তা। সূত্রের খবর, তথ্য ফাঁস রুখতে বৈঠকের আগে সব জেলাশাসকদের মোবাইল ফোন বাইরে জমা রাখা হয়েছিল।
বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বা যৌক্তিক অসঙ্গতির অজুহাতে যেন একজন যোগ্য নাগরিকের নামও ভোটার তালিকা থেকে বাদ না যায়। তিনি জেলাশাসকদের আশ্বস্ত করে বলেন, “আমি জানি আপনারা চাপে রয়েছেন, তবে ভয় পাবেন না। আমি আপনাদের পাশে আছি। শুধু দেখবেন কারও নাম যেন বাদ না পড়ে।”
সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকা প্রকাশ করতে হবে এবং নথি জমার রসিদ দিতে হবে। এই নির্দেশকে নিজেদের নৈতিক জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের পরিকল্পনা, তালিকা প্রকাশের পর প্রতিটি এলাকায় ক্যাম্প করে ভোটারদের সাহায্য করা। অন্যদিকে, বিজেপি শিবিরের ধারণা, এই প্রক্রিয়ায় সংখ্যালঘু এলাকার বহু নাম বাদ যেতে পারে, যা নিয়ে ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে।
মূলত, ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি জেলাশাসকদের আত্মবিশ্বাস জোগাতেই মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নিলেন বলে মনে করা হচ্ছে।