আজ আরামবাগ ও ঘাটালে মমতা, ঘুরে দেখবেন বন্যা কবলিত এলাকা
লাগাতার বৃষ্টি ও DVC-র ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা কার্যত ভাসছে। পরিস্থিতি খতিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৩১: চলতি বছর জুলাইয়ে রেকর্ড বৃষ্টি হয়েছে বাংলায়। লাগাতার বৃষ্টি ও DVC-র ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা কার্যত ভাসছে। হুগলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, মঙ্গলবার হুগলির আরামবাগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা কবলিত অঞ্চলগুলি ঘুরে দেখার পাশাপাশি তিনি কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনেও যাবেন।
আজ দুপুরে মুখ্যমন্ত্রী পুরশুড়া ও আরামবাগ হয়ে সড়কপথে কামারপুকুর পৌঁছবেন। হুগলির কর্মসূচি শেষে এ দিনই মেদিনীপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি। ঘাটালের বানভাসি এলাকা পরিদর্শনের পর বুধবার তাঁর ঝাড়গ্রাম যাওয়ার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে দুই জেলার প্রশাসন তৎপর।
দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর যাত্রাপথে একাধিক জায়গায় থাকবেন তৃণমূলের নেতা-কর্মীরা। হুগলি ও ঘাটালের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী এ দিন কী বার্তা দেন, সেদিকেই নজর থাকবে।