২৬ শের আগে ফের নিশানায় মুখ্যমন্ত্রী? কালীঘাটের বাড়ির অদূরে অস্ত্র-সহ আটক প্রৌঢ়

October 10, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৭:৫৫: ২৬শে অক্টোবরের আগে ফের কি নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? হাজরা মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন এক প্রৌঢ়, যার ব্যাগে ছিল একটি পিস্তল। জানা যায়, তাঁর লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাঁকে আটক করে। ধৃতের নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, যিনি সল্টলেকের একটি বেসরকারি স্কুলে কর্মরত।

সূত্রের খবর, দেবাঞ্জন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তাঁর বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা তাঁর আচরণে সন্দেহ প্রকাশ করে তল্লাশি চালান এবং একটি পিস্তল ও বেশ কিছু গুলি উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে কালীঘাট থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে।

তল্লাশিতে তাঁর ব্যাগ থেকে একটি পরিচয়পত্রও পাওয়া যায়, যেখানে তাঁর পরিচয় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেবাঞ্জন জানান, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।

এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসনের উচ্চপদস্থ মহল। পরে জানা যায়, দেবাঞ্জনের ব্যাগে থাকা অস্ত্রটি একটি এয়ারগান। তিনি তার বৈধ কাগজপত্র পুলিশকে দেখান। এরপর তাঁকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি কয়েক ঘণ্টা ছিলেন। সমস্ত দিক যাচাইয়ের পর তাঁকে মুক্তি দেওয়া হয় বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen