চিরাগের উত্থান চতুর্থ সংখ্যাগরিষ্ঠ হিসাবে, তিনিই কি বিহারের আগামী উপ মুখ্যমন্ত্রী?

November 14, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২১: লোক জনশক্তি পার্টি (রামবিলাস) বিহার বিধানসভা ভোটে অভূতপূর্ব ফল করেছে। ২০২০ সালের নির্বাচনে একটি আসন থেকে এবার চতুর্থ সংখ্যাগরিষ্ঠ দলের মর্যাদা পাচ্ছে LJP। NDA-র অন্দরে তৃতীয় বড় দলের মর্যাদা পাচ্ছে চিরাগের দল। দিল্লি ছেড়ে এবার কি বিহারের জোট সরকারে সফর শুরু করবেন চিরাগ?

সদ্যই চিরাগ জানিয়েছিলেন NDA জিতলে, তাঁর দল উপমুখ্যমন্ত্রী পদ চাইতে পারে। চিরাগের দল ২৯টি আসনে প্রার্থী দিয়ে প্রায় ২৩টিতে জয়ের অবস্থায় রয়েছে। চূড়ান্ত ফল ঘোষণার পরই জানা যাবে যাবতীয় সংখ্যা। চিরাগ আরও বলেছিলেন, তাঁর বিশ্বাস, জোটের মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকা উচিত। কেউ যদি ভাল ফল করে, তাহলে তাঁকে নিশ্চই পুরস্কার দেওয়া উচিত। তাঁর দলের কারও নিশ্চয়ই পদ পাওয়া উচিত বলেও জানা তিনি।

২০০০ সালে লোক জনশক্তি পার্টি তৈরি হয়। NDA-র সঙ্গে প্রথম থেকেই তারা ছিলেন। গোধরা দাঙ্গার পর জোট ভেঙে বেরিয়ে আসেন LJP। UPA-তে যোগ দেওয়ার পর রামবিলাস পাসোয়ান বেশ কয়েকবার মন্ত্রী হন। ২০১৪ সালে ফের NDA-তে জোটে যোগ দেন এবং মোদীর ক্যাবিনেটে চলে আসেন। রামবিলাসের মৃত্যুর পর ছেলে চিরাগের সঙ্গে কাকা পশুপতিকুমার পরসের ঝামেলায় দল ভেঙে যায়। ২০২১ সালের জুনে চিরাগ রামবিলাস পন্থী দলের নেতা নির্বাচিত হন। ২০২৪ সালে চিরাগ ও তাঁর দল লোকসভার পাঁচটি আসনে প্রার্থী দিয়ে পাঁচটিতেই জয়লাভ করে NDA শিবিরের অংশ হিসাবে। কেন্দ্র মন্ত্রিত্বও পান চিরাগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen