কণ্ঠস্বর হয়ে ওঠার দাবি নিয়ে প্রাক্তনীদের কাছে পৌঁছক খ্রিস্টান শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, মত তৃণমূল সাংসদের

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত, নিজেদের প্রাক্তনীর কাছে পৌঁছে তাদের দাবিতে সরব হওয়ার দাবি জানানো।

March 3, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কণ্ঠস্বর হয়ে উঠুন প্রাক্তনীরা, এই দাবি নিয়ে খ্রিস্টান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উচিত তাঁদের কাছে পৌঁছে যাওয়া। যাতে খ্রিস্টান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি বৈষম্যের বিরুদ্ধে প্রাক্তনীরাই সরব হতে পারেন, এমনই দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তাঁর কথায়, খ্রিস্ট ধর্মাবলম্বীদের দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রায় তিন-চতুর্থাংশ পড়ুয়া অ-খ্রিস্টান। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত, নিজেদের প্রাক্তনীর কাছে পৌঁছে তাদের দাবিতে সরব হওয়ার দাবি জানানো।

রবিবার, বেঙ্গালুরুতে ফাদার সেড্রিক প্রকাশের সঙ্গে ‘স্পিক আপ’ সিরিজের দ্বিতীয় আলোচনা সভায় অংশ নিয়েছিলে ডেরেক। তিনি বলেন, খ্রিস্টানদের উচিত, নিজেদের ইতিবাচক অবদান প্রচার করা, দেশ গঠনে খ্রিস্টান-পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাও মানুষের সামনে তুলে ধরা উচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen