রুদ্রপ্রয়াগ এবং চামোলিতে Cloudburst Rain! রাস্তায় ধস, ভাঙল ঘরবাড়ি

উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় মেঘভাঙা বৃষ্টির প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে।

August 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: আবারও উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি। আজ, শুক্রবার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায় মেঘভাঙা (Cloudburst Rain) বৃষ্টি হয়। অত্যধিক বৃষ্টির জেরে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন। রাস্তায় ধস নামায় অনেকে আটকেও পড়েছেন।

উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় মেঘভাঙা বৃষ্টির প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। রুদ্রপ্রয়াগে অলকানন্দা এবং মন্দাকিনীর সঙ্গমস্থলে জলস্তর বাড়ছে। কেদারনাথ উপত্যকায় নদীর জলের স্রোতে ভেসে গিয়েছে সেতু। নদীর জল ঢুকছে লোকালয়ে। স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। যে বাড়িগুলিতে জল ঢুকছে, সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রুদ্রপ্রয়াগের হনুমান মন্দির ডুবে গিয়েছে।

মেঘভাঙা বৃষ্টির জেরে রুদ্রপ্রয়াগ জেলার বাসুকেদার এলাকা ও চামোলি জেলার দেবল এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেবলে এক দম্পতি জলের তোড়ে ভেসে গিয়েছেন। এখনও তাঁদের খোঁজ মেলেনি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কয়েক জন আহত হয়েছেন বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen