একডালিয়ায় পুজো উদ্বোধনে সুব্রতর মুখার্জির মৃত্যুর জন্য কেন্দ্রীয় এজেন্সিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী
আজ একডালিয়া এভারগ্রিন ছাড়াও দক্ষিণ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
Authored By:

মঙ্গলবার বালিগঞ্জে একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত একডালিয়ার এভারগ্রিনের দুর্গা পুজো। গত পঞ্চাশ বছর ধরে এই পুজো কমিটির সভাপতি ছিলেন তিনি। গত বছর কালীপুজোর সময় এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তাঁর স্ত্রী ছন্দবাণী মুখোপাধ্যায় এবার পুজো কমিটির সভাপতি।
মঙ্গলবার সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সংস্থাগুলির বাড়াবাড়ি মেনে নিতে পারছিলেন না সুব্রত দা। আমাকে বলেছিলেন, আর মানা যাচ্ছে না। মমতা, আমাকে দুটো গুলি এনে দে। একটা গুলিতে নিজেকে মারব। অন্য গুলিটি হল তাদের জন্য, যারা আমাদের অপমান করছে।” মমতা আরও বলেন, “ভাবতেই পারছি না, দুর্গাপুজো হচ্ছে, অথচ সুব্রত দা নেই। খুব মিস করছি তাঁকে। সুব্রত দার হাত ধরেই আমার রাজনীতিতে হাতেখড়ি।”
আজ একডালিয়া এভারগ্রিন ছাড়াও দক্ষিণ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।