দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে আজ নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী

বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যবসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ শীর্ষ পদস্থ আমলারা।

April 16, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ ৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। সেই উপলক্ষে আজ বুধবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যবসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ শীর্ষ পদস্থ আমলারা। বৈঠকে যোগ দেবেন পুলিশ এবং পরিবহণ দপ্তরের কর্তারা। থাকবেন ইসকনের প্রতিনিধিরাও।

দিঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মন্দির। সেই মন্দির নির্মাণ করেছে হিডকো। সূত্রের খবর, বুধবারের বৈঠকে হিডকোর কর্তাদেরও উপস্থিত থাকার কথা। অক্ষয় তৃতীয়ায় মন্দির উদ্বোধনের প্রায় ২০ দিন আগে থেকে দিঘা শহরে গাড়ি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টোটো চলাচলও বন্ধ থাকবে দিঘার ভিতরে। এই পরিস্থিতিতে পর্যটকেরা কী ভাবে যাতায়াত করবেন, তা নিয়েও আলোচনা হবে বুধবারের বৈঠকে। সেখানে তাই উপস্থিত থাকবেন পরিবহণ দপ্তরের কর্তারা, পুলিশ কর্তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen