রিজওয়ানুরের মায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী আরও জানান, এই কঠিন সময়ে তিনি রুকবানুর রহমান এবং পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,২২:২০: রিজওয়ানুর রহমান ও রুকবানুর রহমানের মা কিশওয়ার জাহানের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “কিশওয়ার জাহানের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমায় উনি আপনজনের মতো স্নেহ দিতেন। প্রতি ঈদেই আমি তাঁর সঙ্গে দেখা করতে যেতাম। আজ অনেক পুরোনো স্মৃতি মনে পড়ছে। আমার হৃদয়ে তিনি চিরদিন থাকবেন।”
মুখ্যমন্ত্রী আরও জানান, এই কঠিন সময়ে তিনি রুকবানুর রহমান এবং পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর রেললাইনের ধার থেকে উদ্ধার হয় রিজওয়ানুর রহমানের দেহ। পাশে মেলে একটি সুইসাইড নোটও। তারপর কেটে গেছে প্রায় ১৮ বছর, এখনও মামলার নিষ্পত্তি হয় নি। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তে নামে এবং ২০০৮ সালের নভেম্বরে চার্জশিট জমা দেয়। তাতে বলা হয়, রিজওয়ানুর আত্মহত্যা করলেও এর নেপথ্যে ছিল প্রবল প্ররোচনা। ওই মামলায় অভিযুক্ত হন রিজওয়ানুরের স্ত্রী প্রিয়াঙ্কার বাবা অশোক টোডি, কাকা প্রদীপ টোডি, আত্মীয় অনিল সারোগি, মইনুদ্দিনসহ আরও কয়েকজন। ঘটনাটির পর গ্রেপ্তার হন আইপিএস অফিসার অজয় কুমার, পুলিশ অফিসার সুকান্তি চক্রবর্তী ও কৃষ্ণেন্দু দাস। তাঁরা জেলেও ছিলেন কিছুদিন, বর্তমানে জামিনে মুক্ত। তবে রিজওয়ানুরের সুইসাইড নোটে আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংয়ের নাম থাকলেও সিবিআইয়ের চার্জশিটে তাঁর নাম ওঠেনি।