শারদোৎসবের প্রস্তুতি তুঙ্গে, ৩১ জুলাই পুজো কমিটিদের নিয়ে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক নেতাজি ইন্ডোরে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২১: এ বছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই শারদীয়া দুর্গাপুজো(Durga Puja)। তার আগে রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে জোড় প্রস্তুতি । সেই প্রস্তুতিকে আরও মসৃণ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৩১ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে(Netaji Indoor
Stadium) আয়োজিত হতে চলেছে এক গুরুত্বপূর্ণ বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উপস্থিতিতে এই বৈঠকে থাকবেন রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তা, কলকাতা পুরসভা, দমকল, পুলিশ, পরিবহণ, স্বাস্থ্য দফতর, সিইএসসি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা সংস্থার প্রতিনিধিরা।
প্রতিবছরের মতো এ বছরও বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতা ও জেলার নামি পুজো কমিটির উদ্যোক্তারা। এই বৈঠক থেকেই প্রতিবারের মতো দুর্গাপুজোর অনুদানের ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। গত কয়েকবছর ধরে ধাপে ধাপে আর্থিক অনুদানের অঙ্ক বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়। ২০২৪ সালে সেই অনুদানের অঙ্ক বেড়ে হয়ে ছিল ৮৫ হাজার টাকা। এই বছর সেই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ফলে রাজ্যের কয়েক হাজার পুজো কমিটির চোখ এখন মুখ্যমন্ত্রীর ঘোষণার দিকে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে সাধারণত পুজো কমিটিগুলিকে একগুচ্ছ দিকনির্দেশ দেওয়া হয়—যেমন, পরিবেশবান্ধব জিনিস দিয়ে পুজোর আয়োজন করার , শব্দবিধি মেনে চলা, ভিড় ও যানবাহন যাতে নিয়ন্ত্রণে থাকে , এবং সকল ধর্মের মানুষ যাতে উৎসবে অংশ নিতে পারেন, সেই পরিবেশ বজায় রাখা।
তবে এ বার বৈঠকের একটি বিশেষ দিক হল, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের উপস্থিতি। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে দু’জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। পুজোকে সর্বজনীন উৎসব হিসেবে তুলে ধরাই এই উদ্যোগের উদ্দেশ্য।
এই বৈঠকে বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হবে, যাতে উৎসবের সময় কোনও ঘাটতি না থাকে। শুধু কলকাতা নয়, জেলার বড় বড় পুজো কমিটিগুলিকেও প্রশাসনের সঙ্গে সব সময় যোগাযোগ রেখে চলার বার্তা দেওয়া হবে।