আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আগামীকাল ১০ সেপ্টেম্বর জলপাইগুড়িতে বড় প্রশাসনিক সভা ও জনসভা রয়েছে তাঁর।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ০৯:১৫: আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু ঠিক থাকলে দুপুরে দমদম বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন তিনি। নবান্ন সূত্রে খবর, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠক ও কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
আগামীকাল ১০ সেপ্টেম্বর জলপাইগুড়িতে বড় প্রশাসনিক সভা ও জনসভা রয়েছে তাঁর। সাম্প্রতিক অতিবৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। চলতি সপ্তাহে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।
পুজোর আগে এই সফরকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি। প্রশাসনিক সূত্রের খবর, মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রথমে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন। পরে তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গেও তাঁর আলোচনা হতে পারে।
বুধবার দুপুর ১২টার সময় তিনি ‘উত্তরকন্যা’ থেকে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেবেন। এবিপিসি মাঠে আয়োজিত সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে আদিবাসীদের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করারও কর্মসূচি রয়েছে। অনুষ্ঠান শেষে তিনি ফের ‘উত্তরকন্যা’য় ফিরে আসবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর তিনি কলকাতায় ফিরবেন।
এছাড়া বাংলা ভাষা ও বাঙালি পরিচয় ইস্যুতেও বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি শাসিত রাজ্যগুলিতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মানুষ যেভাবে নিগৃহীত হচ্ছেন, সে বিষয় নিয়েও সরব হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রশাসনিক বৈঠকের পাশাপাশি উৎসবের মরসুমে আইন-শৃঙ্খলা বজায় রাখার দিকেও বিশেষ গুরুত্ব দেবেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গবাসীর জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করতে পারেন তিনি। ফলে সফরকে কেন্দ্র করে জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের প্রশাসনিক স্তরে তৎপরতা তুঙ্গে।