ধর্ষণ রুখতে কড়া আইন আনা হোক, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা

শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লিখেছিলেন, আরজি কর মেডিকেল কলেজের ঘটনায় বিচার চেয়ে গত দশ ধরে গোটা প্রতিবাদ জানাচ্ছে

August 22, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধর্ষণ রুখতে কড়া আইন আনা হোক দেশে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বৃহস্পতিবার চিঠি দিয়ে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই চিঠির বিষয়টি জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। চিঠির বয়ানও শোনালেন তিনি। পরে নবান্নের তরফে চিঠির কপিও দাবি দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লিখেছিলেন, আরজি কর মেডিকেল কলেজের ঘটনায় বিচার চেয়ে গত দশ ধরে গোটা প্রতিবাদ জানাচ্ছে। মানুষ যখন প্রতিবাদে রাস্তায়, তারই মধ্যে এই দশ দিনে ৯০০ ধর্ষণের ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতিদিন ৯০টি ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু দুঃখের বিষয় এ ব্যাপারে দীর্ঘমেয়াদি সমাধানের কথা কেউ বলছেন না।

এ কথা বলেই অভিষেক দাবি করেছিলেন, ধর্ষণের ঘটনার তদন্ত ও তার পর শুনানি ৫০ দিনের মধ্যে শেষ করতে হবে। তার পর কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু ফাঁপা প্রতিশ্রুতি দিলে চলবে না।

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানালেন, “গোটা দেশ জুড়ে যেভাবে ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটছে তা নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন দেশে গড়ে ৯০ জন মহিলার ধর্ষণের ঘটনা ঘটছে। এতে দেশ ও সমাজের আত্মবিশ্বাস টলে যাচ্ছে। তাই এর অবসান ঘটানো জরুরি”।

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, এজন্য একটি কেন্দ্রীয় আইন প্রনয়ন করা উচিত। যাতে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হয়। এই সব ঘটনার শুনানির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গড়ে তোলা দরকার। যাতে ১৫ দিনের মধ্যে শুনানি শেষ করা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen