গোর্খা ইস্যুতে কেন্দ্রের নিযুক্ত মধ্যস্থতাকারীকে নিয়ে আপত্তি মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

October 18, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৭: গোর্খাল্যান্ড ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রের তরফে এই পঙ্কজ কুমার সিংকে নিয়োগ করার আগে রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা করা হয়নি। তিনি জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল।

মমতার দাবি, গোর্খাল্যান্ড সংক্রান্ত যে কোনও উদ্যোগ নেওয়ার আগে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা জরুরি। দীর্ঘ প্রচেষ্টার পর গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে শান্তি ফেরানো গেছে।

আলোচনা ছাড়া কোনও পদক্ষেপ নিলে অঞ্চলটির শান্তি বিঘ্নিত হতে পারে। সে কারণে এই চিঠি প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা।

গোর্খা সংক্রান্ত আলোচনায় কেন্দ্রের নিযুক্ত মধ্যস্থতাকারী পদে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ কুমার সিংয়ের ( Pankaj Kumar Singh) নিয়োগে তীব্র আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে রাজ্যের মতামত ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়ায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন তিনি।

চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স সংক্রান্ত সংবেদনশীল বিষয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার যে ভাবে একতরফা ভাবে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে, তা অত্যন্ত অনুচিত। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কোনও প্রকার পরামর্শ না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রাজ্য-কেন্দ্রীয় সম্পর্কের পরিপন্থী।

চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, ‘পশ্চিমবঙ্গ সরকার দৃঢ়ভাবে মনে করে যে গোর্খা সম্প্রদায় বা জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) অঞ্চল সংক্রান্ত যে কোনও উদ্যোগ অবশ্যই রাজ্য সরকারের পূর্ণ পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে গ্রহণ করা উচিত। যাতে দীর্ঘ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এলাকার শান্তি ও স্থিতিশীলতা অটুট থাকে।’

তিনি আরও লেখেন, ‘এই সংবেদনশীল বিষয়ে একতরফা কোনও পদক্ষেপ অঞ্চলটির শান্তি ও সম্প্রীতির স্বার্থে মোটেই অনুকূল হবে না। সুতরাং, আমি আপনাকে অনুরোধ করছি পশ্চিমবঙ্গ সরকারের পূর্বপরামর্শ ও যথাযথ আলোচনার বাইরে গিয়ে যে নিয়োগপত্রটি জারি করা হয়েছে, তা পুনর্বিবেচনা করে প্রত্যাহার করার জন্য। কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রকৃত সহমর্মিতা ও ফেডারেল চেতনার স্বার্থে এই পদক্ষেপ নেওয়াই প্রত্যাশিত।’

মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, গোর্খা সম্প্রদায় বা জিটিএ (GTA) অঞ্চল সম্পর্কিত যে কোনও উদ্যোগ রাজ্যের সঙ্গে পূর্ব পরামর্শ ছাড়া এই নিয়োগ প্রত্যাহার করে নতুন করে বিষয়টি বিবেচনা করতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen