অভিনেত্রী তুনিশা শর্মার রহস্যমৃত্যু কান্ডে নয়া মোড়, গ্রেপ্তার সিরিয়ালের সহঅভিনেতা

আলি বাবা দাস্তাঁ-এ-কাবুল ধারাবাহিকে শাহজাদি মারিয়মের চরিত্রে অভিনয় করছিলেন তুনিশা।

December 26, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

ধারাবাহিকের শ্যুটিং সেটে অভিনেত্রী তুনিশা শর্মার রহস্যমৃত্যু কান্ডে নয়া মোড়। অভিনেত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে ওই ধারাবাহিকেরই সহঅভিনেতা শীজান মহম্মদ খান গ্রেপ্তার হলেন। মৃতা অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে শীজান মহম্মদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ধৃতকে মুম্বইয়ের ভাসাই আদালতে তোলা হলে, বিচারক অভিযুক্তকে চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

আলি বাবা দাস্তাঁ-এ-কাবুল ধারাবাহিকে শাহজাদি মারিয়মের চরিত্রে অভিনয় করছিলেন তুনিশা। শনিবার পালঘরের শ্যুটিং সেটের সাজঘর থেকে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তুনিশার মায়ের অভিযোগ, ওই ধারাবাহিকের সহঅভিনেতা শীজানের সঙ্গে তুনিশার প্রেম ছিল। কয়েকদিন আগেই দু’জনের বিচ্ছেদ হয়। যার জেরে মানসিকভাবে ভেঙে পড়েন তুনিশা। তার মায়ের অভিযোগ, এতেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন অভিনেত্রী। শীজানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন মৃতার মা।

রবিবার মুম্বইয়ের জে জে হাসপাতালে অভিনেত্রীর ময়নাতদন্ত হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শ্বাসরোধ হয়ে তুনিশার মৃত্যু হয়েছিল। ঘটনার তদন্ত চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen