কয়লার দাম বৃদ্ধির পথে কোল ইন্ডিয়া, বাড়বে বিদ্যুতের মাশুল?

গরম পড়লেই ঘনিয়ে আসে বিদ্যুৎ বিভ্রাটের আ

March 21, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গরম পড়লেই ঘনিয়ে আসে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা। ইতিমধ্যেই এবারও তেমন কথা শোনা যাচ্ছে। কোল ইন্ডিয়া জানিয়েছে, কয়লার দাম বৃদ্ধি পেতে চলেছে। ফলে সম্ভাবনা তৈরি হচ্ছে, হয়ত বাড়তে পারে বিদ্যুতের মাশুল। গতকাল কলকাতায় এক অনুষ্ঠানে কোল ইন্ডিয়ার চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল বলেন, কয়লার দাম বৃদ্ধি নিয়ে আলাপ আলোচনা চলছে, খুব তাড়াতাড়ি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, গত পাঁচ বছরে কয়লার দাম বাড়েনি। চলতি বছর কোল ইন্ডিয়ার কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে অনড়। বেতন বৃদ্ধি করতে হলে, কয়লা উৎপাদক সংস্থার আর্থিক চাপ বাড়বে। উল্লেখ্য, কোল ইন্ডিয়ার আওতাধীন কয়েকটি সংস্থায় কর্মীদের বেতন তুলনায় বেশি, যার ফলে বেতন দিতে সংস্থার উপর চাপ পড়ে। ফলে কয়লার দাম না বাড়ালে পরিস্থিতি আরও জটিল হবে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, কয়লার দাম বাড়ানো ছাড়া কোল ইন্ডিয়ার কাছে আর কোনও রাস্তা নেই।

রাজ্যের বিদ্যুৎ দপ্তরের কর্তারা বলছে, কোল ইন্ডিয়া কয়লার দাম বাড়ালেও তার প্রভাব খুব একটা পড়বে না বাংলায়। কারণ, বাংলার তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে সরকারের নিজস্ব খনি থেকে কয়লার আসে। কয়লার জন্য কোল ইন্ডিয়ার উপর বাংলার নির্ভরতা কম। তাই মনে করা হচ্ছে, বঙ্গবাসীদের উপর বিদ্যুতের মূল্যবৃদ্ধির কোপে পড়বে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen