সাত বছর পর পর্দায় কামব্যাক শতাব্দীর, নববর্ষে প্রকাশ্যে ছবির পোস্টারের ফার্স্ট লুক

পরিচালক মৈনাক ভৌমিকের ছবি বাৎসরিক-এ অভিনয় করছেন শতাব্দী।

April 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রায় সাত বছর পর ফের বড়পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়। পরিচালক মৈনাক ভৌমিকের ছবি বাৎসরিক-এ অভিনয় করছেন শতাব্দী। পয়লা বৈশাখের সকালে ছবির পোস্টারের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।

ছবির পোস্টারে দেখা যাচ্ছে, একটি ছবির ফ্রেমে রজনীগন্ধার মালা পরানো রয়েছে। পাশে রাখা রয়েছে খালি ফুলদানি, বেশ কিছু বই ও ধূপদানি ও প্রদীপ। রহস্যেরও আভাস দিয়েছে এহেন পোস্টার। ভাঙা ফটোফ্রেম থেকে ছবি উধাও।

বাৎসরিক ছবিটি অতিপ্রাকৃতিক ঘরানার। কেউ কেউ মনে করছেন, ভূতের গল্প বানাতে চলেছেন পরিচালক। শতাব্দীকে কি অশরীরীর কোনও চরিত্রে দেখা যাবে? জানা যাচ্ছে, গল্প অনুসারে, ঋতাভরী চক্রবর্তী অভিনীত চরিত্রটি স্বামীকে হারিয়েছে। শতাব্দী অভিনীত চরিত্রটি তাঁর ভাইকে। স্বামীর মৃত্যুর পর একা হয়ে যাওয়া স্ত্রী এবং তার ননদ ভাবছে, তাদের বাড়িটি তারা রাখবে না বিক্রি করে দেবে? ননদ ও ভাইয়ের বউয়ের সম্পর্কের সমীকরণ গল্পের মূল বিষয়। শতাব্দী ও ঋতাভরী অভিনীত ছবিটি ৬ জুন মুক্তি পাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen