কমনওয়েলথ গেমসে নেই নীরজ, চোটের জন্য ছিটকে গেলেন জ্যাভলিন থ্রোয়ার

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট পান তিনি। সেকারণে সম্পূর্ণ ফিট নন। এই বিষয়ে আইওএকে জানিয়েছেন নীরজ।

July 26, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

বার্মিংহামে অনুষ্ঠিত আসন্ন কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতের জন্য দুঃসংবাদ। এই প্রতিযোগিতা থেকে চোটের জন্য ছিটকে গেলেন অলিম্পিকসে সোনা জেতা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।

আইওএর মহাসচিব রাজীব মেহতা এক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘নীরজ চোপড়া কমনওয়েলথ গেমসে অংশ নেবেন না। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট পান তিনি। সেকারণে সম্পূর্ণ ফিট নন। এই বিষয়ে আইওএকে জানিয়েছেন নীরজ।

জ্যাভলিন থ্রোতে গতবছর টোকিও অলিম্পিকে সোনা ও এবছর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন নীরজ চোপড়া। কমনওয়েলথ গেমসেও সোনা জেতার অন্যতম দাবিদার ছিলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen