গার্ডেনরিচে দুর্ঘটনাস্থলে চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী, গ্রেপ্তার প্রোমোটার

মৃত ও আহতরে সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

March 18, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার রাতে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। আজ, সোমবার সকালেই দুর্ঘটনাগ্রস্থ এলাকায় পৌঁছন মুখ্যমন্ত্রী।


তিনি বলেন, মেয়র, দমকল মন্ত্রী, পুলিস কমিশনার, সিভিক, পুলিস ও বিপর্যয় মোকাবিলা বাহিনী গতকাল রাত থেকেই ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ চালাচ্ছে। মৃতদের পরিজন ও জখমদের ক্ষতিপুরণ দেওয়া হবে। বিপর্যস্ত পরিবারগুলির পাশে রয়েছেন ও উদ্ধারকাজ চলবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

মৃত ও আহতরে সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। রাতেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। রাত ৩টে নাগাদ এলাকায় ঢোকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় নার্সিংহোম ও এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়।

যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, আহতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা দেওয়া হবে। জানা যাচ্ছে, এখনও অবধি ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা দু’জনেই মহিলা। মৃতাদের নাম সাম বেগম ও হাসিনা খাতুন।

আহতদের দেখতে হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen