ফের এনআরসি নোটিশ কোচবিহারের এক বাসিন্দাকে

উল্লেখ্য, বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে বাংলার বাসিন্দাদের অসম থেকে এনআরসি নোটিশ পাঠানো নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে

August 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.৪০: ফের অসম সরকার এনআরসি (NRC) নোটিশ পাঠাল কোচবিহারের এক বাসিন্দাকে। এই নিয়ে রাজ্যে চতুর্থবার। পশ্চিমবঙ্গে জন্ম হলেও অসমে দীর্ঘ ১৫ বছর কাজ করেছেন। এহেন দীপঙ্কর সরকারকে এবার এনআরসির নোটিশ পাঠানো হল অসম থেকে। কোচবিহার জেলার রামপুর ২ নম্বর ব্লকের বাসিন্দা দীপঙ্কর সরকার। চলতি বছরে এই নিয়ে নাকি দ্বিতীয়বারের জন্য দীপঙ্করের কাছে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে।

দীপঙ্কর জানিয়েছেন, প্রথমবার এনআরসি নোটিশ পাওয়ার পর তা নিয়ে বেশি পাত্তা দেননি তিনি। তবে দ্বিতীয়বার এই একই নোটিশ আসায় আতঙ্কিত তিনি এবং তাঁর পরিবার। ইতিমধ্যেই যাবতীয় পরিচয়পত্র এবং ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণপত্র নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে তিনি দেখা করেছেন বলেও জানান কোচবিহারের এই বাসিন্দা।

উল্লেখ্য, বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে বাংলার বাসিন্দাদের অসম থেকে এনআরসি নোটিশ পাঠানো নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে। গত ২১ জুলাইয়ের মঞ্চে মমতা ডেকে নিয়েছিলেন এমনই এক এনআরসি নোটিশ পাওয়া উত্তমকুমার ব্রজবাসীকে। অসমের মুখ্যমন্ত্রীকে সরাসরি তোপও দেগেছেন মমতা। পালটা জবাব দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মাও। এরই মাঝে সাধারণ মানুষ এখন ভুগছেন এনআরসি আতঙ্কে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen