SIR-র নোটিস ঘিরে দুশ্চিন্তা, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু জলঙ্গির এক ব্যক্তির

January 20, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৫:  ভোটার তালিকায় নাম সংশোধনের নোটিস ঘিরে তৈরি হওয়া উদ্বেগ কেড়ে নিল প্রাণ। ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা SIR-এর নোটিস পাওয়ার পর থেকেই চরম মানসিক চাপে ছিলেন মুর্শিদাবাদের জলঙ্গি থানার নওদাপাড়া গ্রামের বাসিন্দা অকসর শেখ (৪৮)। সেই দুশ্চিন্তার জেরে মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অকসর শেখের পরিবারের প্রত্যেকের নামে ভোটার তালিকার শুনানির বা ‘হিয়ারিং নোটিস’ আসে। মৃত ব্যক্তির স্ত্রী ও চার ছেলে রয়েছে। এই নোটিস পাওয়ার পর থেকেই প্রবল আতঙ্কে ভুগছিলেন তিনি। তাঁর চার ছেলের মধ্যে তিন জনই কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। ছেলেদের অনুপস্থিতিতে এই সরকারি নথি সংক্রান্ত জটিলতা কীভাবে মেটাবেন, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন অকসর শেখ।

মৃতের আত্মীয় মইনুদ্দিন শেখ জানান, “কয়েক দিন আগে নাম ভুলের নোটিস আসার পর থেকেই ও খুব দুশ্চিন্তায় ছিল। এই বিষয় নিয়ে ও বিএলও-র (BLO) সঙ্গে কথাও বলেছিল। কিন্তু চার ছেলের মধ্যে তিন জনই বাইরে কাজ করায় সব দায়িত্ব ওর ওপরেই ছিল। নোটিস আর নথিপত্র নিয়ে এই মানসিক চাপই ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল।”

মঙ্গলবার ভোরে হঠাৎই শরীরে অস্বস্তি অনুভব করেন অকসর শেখ। পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen