কলকাতা পুরসভা নির্বাচনে ৬৭ জন প্রার্থীর তালিকা ঘোষণা কংগ্রেসের

কলকাতা পুরসভার নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত সমস্ত রাজনৈতিক দল

November 27, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

কলকাতা পুরসভার নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত সমস্ত রাজনৈতিক দল। বাম, তৃণমূলের পর এবার প্রার্থীতালিকা ঘোষণা করল কংগ্রেসও।

এই ভোটে বাম এবং কংগ্রেসের মধ্যে বিধানসভা ভোটের মতো নির্বাচনী জোট নেই। তাই বামেরা প্রার্থী দেওয়া সত্ত্বেও সেইসব ওয়ার্ডে লড়াইয়ের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে হাত শিবির। অর্থাৎ বামেদের সঙ্গে সরাসরি লড়াই করছে কংগ্রেস।

শনিবার সন্ধেবেলা বিধান ভবন থেকে ৬৭ওয়ার্ডের প্রার্থীতালিকা প্রকাশ করলেন পুরভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। একঝলকে দেখে নিন, কে কোনও ওয়ার্ডে লড়ছেন:

১ নং ওয়ার্ড সফিকুল খাদিম
২ নং ওয়ার্ড রথীন পাল
৩ নং ওয়ার্ড সুচিত্রা বসু
৪ নং ওয়ার্ড বীরেশ চক্রবর্তী
৫ নং ওয়ার্ড রামকুমার ঝা
৬ নং ওয়ার্ড প্রীতি সাউ
৭ নং ওয়ার্ড মলয় মুখোপাধ্যায়
৮ নং ওয়ার্ড পার্থ মিত্র
৯ নং ওয়ার্ড পিঙ্কি সাউ
১০ নং ওয়ার্ড প্রতাপ সেন
১১ নং ওয়ার্ড সুখেন্দু ঘোষ
১২ নং ওয়ার্ড তনিমা ঘোষ
১৩ নং ওয়ার্ড তরুণকান্তি শীল
১৪ নং ওয়ার্ড পলাশ সাহা
১৫ নং ওয়ার্ড সুস্মিতা চক্রবর্তী
১৭ নং ওয়ার্ড মৌমিতা কালি
১৮ নং ওয়ার্ড অমৃতা দলুই
১৯ নং ওয়ার্ড চন্দ্রশেখর রায়
২০ নং ওয়ার্ড রাঘবেন্দ্র চতুর্বেদী
২৪ নং ওয়ার্ড স্বপ্না গুপ্ত
২৭ নং ওয়ার্ড তন্ময় মুখোপাধ্যায়
২৮ নং ওয়ার্ড শাইনা জাভেদ
২৯ নং ওয়ার্ড প্রকাশ উপাধ্যায়
৩১ নং ওয়ার্ড ডা. চাঁদবাবু আনসারি
৩৫ নং ওয়ার্ড ইন্দ্রনীল পালচৌধুরী
৩৬ নং ওয়ার্ড নন্দন ঘোষ
৩৮ নং ওয়ার্ড রঞ্জিত চৌধুরী
৪০ নং ওয়ার্ড আশা মোহান্তি
৪৭ নং ওয়ার্ড মহঃ আলি
৪৮ নং ওয়ার্ড আশিস চট্টোপাধ্যায়
৫০ নং ওয়ার্ড মানস সরকার
৫১ নং ওয়ার্ড রবীন্দ্র সিং
৫৩ নং ওয়ার্ড আকবর হোসেন
৫৫ নং ওয়ার্ড ডরোথি দেওয়ান
৫৮ নং ওয়ার্ড সদানন্দ সাউ
৬০ নং ওয়ার্ড মহঃ নাদিম
৬১ নং ওয়ার্ড সাজিদ ইসমাইল
৬২ নং ওয়ার্ড তারান্নুম জাহান
৬৩ নং ওয়ার্ড গণপত ফ্রান্সিস
১০১ নং ওয়ার্ড অমর ভট্টাচার্য
১০৩ নং ওয়ার্ড দেবজ্যোতি দাস
১০৪ নং ওয়ার্ড অভিজিৎ ঘোষ
১০৬ নং ওয়ার্ড বিশ্বনাথ চক্রবর্তী
১০৮ নং ওয়ার্ড সঞ্জয় মজুমদার
১০৯ নং ওয়ার্ড ঝুলন দাস
১১২ নং ওয়ার্ড শ্যামল বিশ্বাস
১১৪ নং ওয়ার্ড সুভাষচন্দ্র বোস
১১৫ নং ওয়ার্ড স্বপন সরকার/গুরুদাস পাল
১১৬ নং ওয়ার্ড শর্মিষ্ঠা সাঁপুই
১১৭ নং ওয়ার্ড সঞ্জিতকুমার দে
১১৮ নং ওয়ার্ড দীপা বাগড়ে
১২০ নং ওয়ার্ড বিশ্বনাথ দাস
১২১ নং ওয়ার্ড কৌস্তভ ভট্টাচার্য
২২ নং ওয়ার্ড মানসী দাস নস্কর
১২৪ নং ওয়ার্ড প্রবীর সরকার
১২৫ নং ওয়ার্ড কাজল বিশ্বাস
১২৬ নং ওয়ার্ড সুভাষ কর
১২৮ নং ওয়ার্ড গীতিকা মৃধা
১২৯ নং ওয়ার্ড দোলন দাস
১৩০ নং ওয়ার্ড গোষ্ঠবিহারী জানা
১৩১ নং ওয়ার্ড সুবীর মণ্ডল
১৩২ নং ওয়ার্ড প্রিয়া রায়
১৩৮ নং ওয়ার্ড মমতাজ বেগম
১৩৯ নং ওয়ার্ড আমির আলি মোল্লা
১৪১ নং ওয়ার্ড অভিষেক বৈদ্য
১৪৪ নং ওয়ার্ড অয়ন মিত্র

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen