সুপ্রিম কোর্টে টিকল না মমতার বিরুদ্ধে করা অবমাননার মামলা

October 16, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪০: সুপ্রিম কোর্টে বড় জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননার মামলাকে গুরুত্বই দিলেন না অ্যাটর্নি জেনারেল। মামলাকারী সংগঠন ‘আত্মদীপ’ সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা প্রত্যাহারের আবেদন জানালে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে।

এসএসসি নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একটি মন্তব্য করেছিলেন, যা ঘিরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। সেই মন্তব্যকে কেন্দ্র করে ‘আত্মদীপ’ (Atmadeep) নামে একটি সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

মামলার শুনানির সময় মামলাকারী পক্ষের আইনজীবী জানান, তাঁরা দেশের অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে অনুমতি চেয়ে আবেদন করেছেন। সেই অনুমতি না আসা পর্যন্ত মামলাটি স্থগিত রাখার অনুরোধ জানান তিনি। এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি মামলাকারী আইনজীবীকে কড়া ভাষায় সতর্ক করে বলেন, “আদালতকে রাজনৈতিক মঞ্চে পরিণত করবেন না।” এই মন্তব্যও মামলার গুরুত্বকে কমিয়ে দেয় বলে মনে করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের অনুমতিতে মামলাটি প্রত্যাহার হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আইনি অধ্যায় আপাতত শেষ হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen