এক লাইনের পোস্ট, “আমি মুরগী হয়ে গেলাম” বহু প্রশ্ন— কেন এমন লিখলেন অনির্বাণ?

January 20, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫৫: টলিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বে যে সময় গোটা বাংলা ইন্ডাস্ট্রি কার্যত থমকে গিয়েছিল, তার আঁচ লেগেছিল বহু শিল্পীর কেরিয়ারেই। সেই তালিকায় অন্যতম নাম অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, তাঁকে একপ্রকার অলিখিতভাবে ব্যান করা হয়েছিল। ফলত বন্ধ হয়ে যায় একের পর এক কাজ, থমকে দাঁড়ায় তাঁর নিয়মিত কর্মব্যস্ততা।

রঘু ডাকাত-এর পর দীর্ঘদিন নতুন কোনও ছবিতে দেখা যায়নি অনির্বাণকে। অথচ এক সময় যিনি হইচই-এর নিয়মিত মুখ, বছরে একাধিক সিরিজে কাজ করতেন, সেই অভিনেতাই হঠাৎ যেন কাজের বাইরে চলে যান।

এই পরিস্থিতির মাঝেই নতুন করে জল্পনা ছড়ায়— দেশু ৭-এ নাকি খলনায়কের চরিত্রে ফিরছেন অনির্বাণ। পরে সেই জল্পনায় সিলমোহর দেন অভিনেতা-প্রযোজক দেব। লাইভে এসে দেব স্পষ্ট জানান, ছবিতে থাকছেন অনির্বাণ। সেই লাইভেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন তাঁকে কাজ করতে দেওয়া হয় না— যা ফের একবার আলোচনার আগুনে ঘি ঢালে।

এরই মধ্যে রহস্য বাড়ায় অনির্বাণের ইনস্টাগ্রাম স্টোরি। ‘পৃথিবীটা ভালো লোকেদের নয়’— এই লেখার সঙ্গে ‘আমি মুরগী হয়ে গেলাম’ মন্তব্য অনেকের কাছেই ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে ব্যঙ্গাত্মক ইঙ্গিত বলে ধরা পড়ে। হঠাৎ এরকম মন্তব্য কেন করলেন অনির্বাণ এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen