বিজয়া সম্মিলনীতেও কোন্দল! পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে দিলীপ এবং শুভেন্দু গোষ্ঠীর ভিন্ন আয়োজন

October 20, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৭: একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু বলতেন, লাল মাটির দিলীপ আর বালিমাটির শুভেন্দু হাত মিলিয়েছে। সেই জয়-বীরু দোস্তি ভেঙেছে অনেকদিন। শোনা যায়, বিজেপির অন্দরে দিলীপের পথের কাঁটা শুভেন্দু। তিনিই লোকসভা আসন বদল করিয়ে দিলীপকে হারিয়েছেন। দুই গেরুয়া নেতার মধ্যে কোন্দলের শেষ নেই! এবার আরও একবার প্রকাশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গোষ্ঠীদ্বন্দ্ব। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে রবিবার একই সময়ে দিলীপ অনুগামী ও শুভেন্দু অনুগামীদের বিজয়া সম্মিলনী হয়েছে। একই এলাকায় একই দলের দুটি পৃথক পৃথক বিজয়া সম্মিলনী! কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

কেশিয়াড়ি হাই স্কুলে আয়োজন করেছিলেন দিলীপ অনুগামীরা। সেখানে উপস্থিত ছিলেন খোদ দিলীপ ঘোষ। শুভেন্দু অনুগামীদের বিজয়া সম্মিলনী হয়েছে কেশিয়াড়ি থানার রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সৌমেন তেওয়াড়ি থেকে শুরু করে প্রাক্তন সহ- সভাপতি রমাপ্রসাদ গিরি-সহ প্রাক্তন সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী ও দাঁতনের বিজেপি নেতা মোসেফ মল্লিক।

শুভেন্দু অনুগামী হিসাবে পরিচিত প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারীর দাবি, তাঁদের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বেশি লোক হয়েছিল। তিনি বললেন, অনেকদিন আগে থেকেই কেশিয়াড়িতে একটি বিজয়া সম্মিলনী করার উদ্যোগ নিয়েছিলেন তাঁরা। শুক্রবার থেকে কর্মীদের জানানোর পর্ব শুরু হয়। শনিবার দুপুর থেকে সোশাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়। শনিবার সন্ধ্যা থেকে কেশিয়াড়ি ৪ নম্বর মন্ডল সভাপতি পাল্টা সোশাল মিডিয়ায় প্রচার করতে থাকেন হাই স্কুলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে দিলীপ ঘোষ আসবেন। গৌরীশঙ্কর অধিকারীর কথায়, “আমরা শুধুমাত্র কেশিয়াড়ি ব্লক নিয়ে কর্মসূচি করেছি। ওরা গোটা কেশিয়াড়ি বিধানসভা এলাকা থেকে লোক জড়ো করেছিল। অবশ্য আমাদের লোক বেশি হয়েছিল।”

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বললেন, “পাড়ায় বিজয়া সম্মিলনী হতেই পারে। লক্ষ্য রাখতে হবে দলের কর্মীদের বাইরে সাধারণ মানুষও যাতে আসেন। এরকম করুক সবাই। তাতে পার্টি শক্তিশালী ও জিতলেই হল।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen