Jolly LLB 3 নিয়ে বিতর্ক, আদালতে তলব অক্ষয়-অরশদ-সুভাষ কাপুরকে
অভিযোগটি প্রথম দায়ের হয় ২০২৪ সালে, যখন ছবির প্রথম টিজার মুক্তি পেয়েছিল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪১: বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি জলি এলএলবি ৩(Jolly LLB 3) মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়েছে। পুনের একটি দেওয়ানি আদালত অভিনেতা অক্ষয় কুমার(Akshay Kumar), অরশদ ওয়ারসি(Arshad Warsi) এবং পরিচালক সুভাষ কাপুরকে তলব করেছে। আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় তাঁদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই পদক্ষেপের পিছনে রয়েছেন আইনজীবী ওয়াজেদ রহিম খান। তিনি আদালতে একটি পিটিশন দায়ের করে অভিযোগ করেন, ছবির মাধ্যমে আইনব্যবস্থাকে ব্যঙ্গ করা হয়েছে এবং আদালতের কার্যক্রমকে অসম্মানজনকভাবে দেখানো হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ছবির একটি দৃশ্যে বিচারকদের “মামা” বলে উল্লেখ করা হয়েছে, যা আদতে একধরনের অশালীন ও অবমাননাকর ভাষা।
এ প্রসঙ্গে রহিম খান সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “আইনজীবী এবং বিচারপতিদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা থাকা দরকার। কিন্তু এই ছবিতে যা দেখানো হয়েছে, তা ভ্রান্ত বার্তা দেয়। তাই আমি আদালতে আবেদন করেছি।”
অভিযোগটি প্রথম দায়ের হয় ২০২৪ সালে, যখন ছবির প্রথম টিজার মুক্তি পেয়েছিল। সম্প্রতি টিজারটি আবার প্রকাশ্যে আসার পর ফের বিতর্ক নতুন করে মাথাচাড়া দেয়।
২০১৩ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি জলি এলএলবি, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন অরশদ ওয়ারসি। মাত্র ১০ কোটি টাকার বাজেটে তৈরি সেই ছবি বক্স অফিসে প্রায় ৫০ কোটি আয় করে অপ্রত্যাশিত সাফল্য পায়। এরপর আসে জলি এলএলবি ২ (২০১৭), যেখানে অক্ষয় কুমার মুখ্য চরিত্রে অভিনয় করেন। সেই ছবিটি বিশাল বাণিজ্যিক সাফল্য অর্জন করে এবং বিশ্বব্যাপী ২০০ কোটিরও বেশি আয় করে।
জলি এলএলবি ৩
নতুন ছবিতে প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন অক্ষয় ও অরশদ—যেখানে দুই ‘জলি’র লড়াই হবে মুখ্য আকর্ষণ। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন সুভাষ কাপুর এবং প্রযোজনা করছে স্টার স্টুডিও ১৮। প্রযোজক হিসেবে যুক্ত আছেন অলোক জৈন ও অজিত আন্ধারে। জলি এলএলবি ৩ মুক্তি পেতে চলেছে আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৫-এ।
তবে আদালতের নির্দেশে এখন ছবির টিমের উপর আইনি চাপ বাড়ল। মুক্তির আগে বিতর্ক কতটা ছবির প্রচার কিংবা ব্যবসায় প্রভাব ফেলবে, তা এখনই বলা মুশকিল।