শিক্ষা ক্ষেত্রেও গৈরিকীকরণ! সরকারি স্কুলে মোদীর সিনেমা দেখানোর নির্দেশে বিতর্ক

September 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: টানা ১৭ দিন ধরে মোদীর জীবন অবলম্বনে সিনেমা দেখানো হবে সরকারি স্কুলে। প্রধানমন্ত্রীর জন্মদিনে এমনটাই নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশ অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সিবিএসই (CBSE), কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতির আওতাধীন সব স্কুলে প্রদর্শিত হবে এই ছবি। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে বড় অভিযোগ আনল বিরোধীরা। তাদের মতে মোদী জমানায় শিক্ষা ক্ষেত্রে গৈরিকিকরণ বৃদ্ধি পেয়েছে।

প্রধানমন্ত্রীর ছেলেবেলার নানা ঘটনা অবলম্বনে তৈরি এই ছবির মাধ্যমে পড়ুয়াদের অনুপ্রেরণা দেওয়া যাবে বলেই দাবি কেন্দ্রের। নির্দেশিকায় বলা হয়েছে, এই ছবি চরিত্রগঠন, দায়িত্ববোধ, সেবামূল্য ও আত্মপ্রতিফলনে সাহায্য করবে। সামাজিক ও মানসিক শিক্ষার ক্ষেত্রেও এর ভূমিকা থাকবে বলেই দাবি মন্ত্রকের।

কেন্দ্রীয় নির্দেশ আসে ১১ সেপ্টেম্বর। তার আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) জন্মদিনকে কেন্দ্র করে চালু হয়েছে ‘প্রেরণা’ শিক্ষা অভিযান। ওই অভিযানের অঙ্গ হিসেবেই ‘চলো জিতে হ্যায়’ ছবিটি দেখানোর সিদ্ধান্ত। ছবির প্রযোজকরা জানান, বিবেকানন্দের আদর্শ প্রচারের জন্যই এই ছবি তৈরি হয়েছে। তাঁদের দাবি, ছবিটি পড়ুয়াদের নৈতিক মূল্যবোধ শেখাবে। তবে সমালোচকদের অভিযোগ, ছবির মূল লক্ষ্য আসলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন ও ভাবমূর্তি তুলে ধরা, এককথায় আত্মপ্রচার।

তবে সরকারি স্কুলে এই ছবি দেখানোর নির্দেশ ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, মোদী সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার গৈরিকীকরণ আরও বৃদ্ধি পেয়েছে। তাঁদের মতে, সরকারি শিক্ষাব্যবস্থাকে ব্যবহার করেই আত্মপ্রচারের পথ বেছে নিয়েছেন মোদী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen