দেশজুড়ে বিদ্যুৎ পরিষেবায় বেসরকারিকরণের উদ্যোগ, কেন্দ্রের খসড়া বিল ঘিরে বিতর্ক

October 11, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:৩০: দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। বিদ্যুৎ পরিষেবাকে পুরোপুরি বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে নতুন একটি বিলের খসড়া তৈরি করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থাগুলির আর্থিক দুরবস্থা এবং ঋণের বোঝা কমাতে এই পদক্ষেপ নিতে চাইছে মোদী সরকার (Modi Govt)।

বর্তমানে দেশের কিছু নির্দিষ্ট অঞ্চল- যেমন দিল্লি সংলগ্ন এলাকা, ওড়িশা, মহারাষ্ট্র, গুজরাট এবং কলকাতা- বেসরকারি সংস্থার মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা পায়। তবে দেশের অধিকাংশ অংশেই বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি, যাদের অনেকেই লোকসানে চলছে এবং রুগ্ন অবস্থায় রয়েছে।

নতুন বিলের খসড়া অনুযায়ী, ভবিষ্যতে দেশের সব এলাকায় বেসরকারি সংস্থাগুলি বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। একই এলাকায় একাধিক সংস্থা দরপত্রে অংশ নিতে পারবে, যা বর্তমান আইনে সম্ভব নয়। সরকারের যুক্তি, এতে পরিষেবার মান উন্নত হবে এবং প্রতিযোগিতার ফলে গ্রাহকরা সস্তায় ভালো পরিষেবা পাবেন।

তবে এই উদ্যোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই আশঙ্কা করছেন, বেসরকারিকরণের ফলে বিদ্যুৎ খরচ বাড়তে পারে। কর্পোরেট সংস্থা যেমন আদানি, টাটা বা সিইএসসি এই পরিবর্তনের ফলে লাভবান হতে পারে বলে মত প্রকাশ করেছেন সমালোচকরা। পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে ২০২২ সালে কেন্দ্র একই ধরনের বিল আনতে চেয়েছিল, কিন্তু তীব্র বিরোধিতার মুখে তা সম্ভব হয়নি। এবারও বিলটি সংসদে পেশ হলে প্রবল রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen