করোনার বুস্টার ডোজের টিকা হিসেবে ছাড়পত্র পেল কর্বোভ্যাক্স

কোর্বেভ্যাক্স টিকা দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং সস্তা।

June 4, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ Times Of India

করোনার বুস্টার ডোজের জন্য শনিবার কোর্বেভ্যাক্স ভ্যাকসিনকে ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। এই টিকা ‘বায়োলজিক্যাল ই’ সংস্থার তৈরি।

কোর্বেভ্যাক্স টিকা দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং সস্তা। জনসাধারণের টিকাকরণে কোর্বেভ্যাক্সের ব্যবহারও আগেই শুরু হয়েছে। কোর্বেভ্যাক্স টিকার জন্য বায়োলজিক্যাল ই-কে ৩০ কোটি আগাম বরাতও দিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার।

কোর্বেভ্যাক্স শরীরে সরাসরি স্পাইক প্রোটিন ঢুকিয়ে দেয়। তা থেকে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। সংস্থার বিশেষজ্ঞদের একাংশের দাবি কোর্বেভ্যাক্সের পদ্ধতি অনেক বেশি নিরাপদ। ‘বায়োলজিক্যাল ই’-র দাবি করেছে যে কোরোনার বিরুদ্ধে তাদের টিকা ৯০ শতাংশ সফল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen