সাধারণ মানুষের আয়করের থেকে কম আদায় কর্পোরেট ট্যাক্স, জানাল দপ্তরেরই রিপোর্ট

অর্থবর্ষে মার্চ পর্যন্ত দেশে মোট আয়কর আদায় হয়েছে প্রায় ১৬ লক্ষ ৬১ হাজার কোটি টাকা।

August 25, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
সাধারণ মানুষের আয়করের থেকে কম আদায় কর্পোরেট ট্যাক্স

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আয়কর দপ্তরেরই তথ্য বলছে, কর্পোরেট ক্ষেত্রে নানা ছাড় দিয়ে কর বাড়ানোর চেষ্টা হলেও, সরকারি রাজস্ব বাড়িয়েছে সাধারণ জনতা। এর ফলে শিল্প থেকে আদায় হওয়া আয়কর কমে গেছে।

পার্সোনাল ইনকাম ট্যাক্স থেকে কম আদায় হয়েছে কর্পোরেট ট্যাক্স। ২০২২-২৩ অর্থবর্ষে ভারতে রেকর্ড আয়কর আদায় হয়েছিল। মোদী সরকার এমনও প্রচার করেছিল লক্ষ্যমাত্রা পেরিয়ে গেছে।

পার্সোনাল ইনকাম ট্যাক্স থেকে কর্পোরেট ট্যাক্স কম আদায় হওয়ার এই তথ্য ‘আত্মনির্ভর ভারত’ ঘোষণার গ্রহণযোগ্যতাকেই এখন বড় প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিল।

অর্থবর্ষে মার্চ পর্যন্ত দেশে মোট আয়কর আদায় হয়েছে প্রায় ১৬ লক্ষ ৬১ হাজার কোটি টাকা। কর্পোরেট ট্যাক্স বাবদ আদায় হয়েছিল ৮ লক্ষ ২৮ হাজার ৬২৯ কোটি টাকা। অন্যদিকে সাধারণ মানুষের থেকে কর বাবদ মিলেছে ৮ লক্ষ ২৮ হাজার ৯২৭ কোটি টাকা। সাধারণ মানুষের থেকে কর বাবদ মিলেছে ৮ লক্ষ ২৮ হাজার ৯২৭ কোটি টাকা। কর্পোরেট ট্যাক্স বাবদ যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল, তা পূরণ করতে পারেনি আয়কর বিভাগ। বরং সাধারণ মানুষের থেকে যে টাকা আদায় করার কথা ছিল, তার থেকে প্রায় পাঁচ শতাংশ বেশি আয়কর এসেছে সরকারের ভাঁড়ারে। তার জেরেই লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানা যাচ্ছে দপ্তরেরই নথি থেকে।

আয়কর দপ্তর এই অর্থ বর্ষে একটি অ্যাকশন প্ল্যান তৈরি করে যেখানে স্পষ্ট বলা আছে ২০২১-২২ অর্থবর্ষে সাধারণ আয়করের থেকে কর্পোরেট ট্যাক্স বাবদ বেশি আদায় হয়েছিল ৩৯ হাজার কোটি টাকা।

সাধারণ জনতা আয়কর রেহাই তো পায়নি উল্টে ঘুর পথে তাদের ঘাড়েই চাপানো হয়েছে করের বোঝা। অথচ কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে শিল্প সংস্থা গুলির যেখানে দেখা যাচ্ছে আদৌ শিল্পমহল চাঙ্গা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen