জুতোর থেকে কী ছড়াতে পারে করোনা ভাইরাস?

সারা বিশ্বে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা। মানুষ করোনার জন্য বিনা অপরাধে গৃহবন্দী হয়ে রয়েছেন । কেন্দ্রীয় সরকার ২১ দিনের জন্য গোটা দেশে লকডাউন ঘোষণা করেছে। যেহেতু করোনা ভাইরাস ছোঁয়াচে সেহেতু মানুষকে গৃহবন্দী করে এই ভাইরাসের মোকাবিলা করার চেষ্টা চলছে।

March 30, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

সারা বিশ্বে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা। মানুষ করোনার জন্য বিনা অপরাধে গৃহবন্দী হয়ে রয়েছেন । কেন্দ্রীয় সরকার ২১ দিনের জন্য গোটা দেশে লকডাউন ঘোষণা করেছে। যেহেতু করোনা ভাইরাস ছোঁয়াচে সেহেতু মানুষকে গৃহবন্দী করে এই ভাইরাসের মোকাবিলা করার চেষ্টা চলছে। 

প্রশ্ন উঠছে যে জুতো থেকে কী ছড়াতে পারে করোনা ভাইরাস ?

জুতো পরে আমরা কত জায়গায় গিয়ে থাকি। কিন্তু প্রতিদিন তো আর সেই জুতোকে ভাল ভাবে পরিস্কার করা হয়ে না। জুতো থেকে এই মারণ রোগ ছড়াতে পারে কিনা এই নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক তথ্য সামনে আসছে।

সবাই জানে যে জুতোর তলা সবচেয়ে বেশী নোংরা আর জীবাণুতে ভর্তি। কারণ বাইরে রাস্তা ঘাটে কতো কিছুর ওপর দিয়ে সবাই হেঁটে যায়, এর ফলে ব্যাকটেরিয়া, ছত্রাক থেকে শুরু করে ভাইরাস কেউ বাদ না জুতোয় লাগতে।

এক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন যে জুতোর মাধ্যমে যে এই ভাইরাস ঘরে আসে এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। অন্যদিকে অস্ট্রেলিয়া গবেষকরা জানিয়েছেন, যে জুতোর মাধ্যমে এই ভাইরাস আপনার বাড়িতে ঢোকা সম্ভব। তাঁদের মতে যদি রাস্তায় পড়ে থাকা থুতু কোনও করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির হয়, আর সেটা যদি আপনার জুতোতে লাগে, তাহলে জুতার মাধ্যমেও এই ভাইরাস আপনার বাড়িতে পৌঁছে যাবে।

তাই এর হাত থেকে রেহাই পেতে যা করবেন – 

  • বাইরের জুতো কখনও ঘরের ভিরতে আনবেন না, ঘরের বাইরেই খুলে রেখে দিন
  • জুতোর ঘরে ঢোকানোর আগে ভাল করে জল দিয়ে ধুয়ে রোদে রেখে দিন। এর ফলে ভাইরাস, ব্যাকটিরিয়া মরে যাবে
  • জুতোতে হাত দিলে ভাল করে সাবান দিয়ে হাত ধুন। জুতোতে অনেক রখম ভাইরাস, ব্যাকটিরিয়া লেগে থাকে
  • ঘরের ভীতরে চটি ব্যবহার করুন, কিন্তু ঘরের চটি পরে কখনও বাইরে যাবেন না। বা বাইরের চটি ঘরে পরবেন না
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen