বাড়ছে করোনা – দোল খেলতে নিষেধ স্বাস্থ্যদপ্তরের

হোলি ছাড়াও শবেবরাত, ইস্টার, ঈদ প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠানে কোভিড বিধি মেনে চলার উপর জোর দিয়েছেন দেশের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাও।

March 27, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

করোনা রোগীর সংখ্যা ফের ক্রমবর্ধমান। পরিস্থিতি মোকাবিলায় সামাজিকভাবে দোল বা হোলি খেলতে রাজ্যবাসীকে নিষেধ করল স্বাস্থ্যদপ্তর। দোল উপলক্ষে কোনও জমায়েত ও শোভাযাত্রা করতেও বারণ করেছে তারা। স্বাস্থ্যদপ্তর শুক্রবার এক প্রেস বিবৃতিতে জনসাধারণের উদ্দেশে এই সতর্কবার্তা জারি করেছে। রাজ্যবাসীর কাছে তাদের অনুরোধ, দোলে রং বা আবির খেলা এবার পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। কারও কাছে গিয়ে বা ধরে রং বা আবির মাখানো উচিত হবে না। দোল বা হোলি উপলক্ষে কোনও ধর্মীয় স্থানে ভক্ত সমাগম হলে সেখানে কঠোরভাবে কোভিড বিধি মানতে হবে। হাত ধোয়ার জন্য পর্যাপ্ত বেসিন এবং স্যানিটাইজার রাখতে হবে। মূল মন্দির বা পুজোর জায়গায় কোনও ভক্ত যেন দীর্ঘক্ষণ না থাকেন এবং সেখানে যেন আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকে।

হোলি ছাড়াও শবেবরাত, ইস্টার, ঈদ প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠানে কোভিড বিধি মেনে চলার উপর জোর দিয়েছেন দেশের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাও। এদিন রাজ্যগুলিকে পাঠানো এক চিঠিতে মাস্ক পরা, দূরত্ববিধি মানা ইত্যাদি বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিসকে আরও কঠোর হতে বলেছেন তিনি। এদিন মেডিক্যাল কলেজ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাস্থ্য অধিকর্তাকে (শিক্ষা)  অনুরোধ করা হয়েছে, কোনওভাবেই যেন কলকাতা মেডিক্যাল কলেজকে ফের সম্পূর্ণ কোভিড হাসপাতালে রূপান্তরিত করা না হয়। সমস্ত ধরনের পরিষেবা এবং পঠনপাঠন যেন চালু থাকে। এদিকে, রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তাইকোন্ডোর গুরুত্ব অপরিসীম। স্বাস্থ্য অধিকর্তার (শিক্ষা) এমন একটি বার্তাকে কেন্দ্র করে বিতর্ক দানা বেধেছে। চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করছে। এদিকে, রাজ্যে করোনা রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। এদিন আক্রান্ত হয়েছেন ৬৪৬ জন। মৃত্যু হয়েছে চারজনের। করোনা পরীক্ষাও বাড়ানো হয়েছে। এদিন ২৪ হাজার ৩৪ জনের পরীক্ষা হয়েছে। অবস্থা দেখে এদিন রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যকর্তারা। তাঁরা ওই বৈঠকে জানিয়ে দেন, করোনা পরিস্থিতির মোকাবিলায় সরকারি হাসপাতালের সঙ্গে তাদেরও তালে তাল মিলিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। বৈঠকের পর বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল তাদের করোনা শয্যা সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen