প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রবীণ CPI(M) নেতা বনমালী রায়
October 1, 2025
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪০: প্রয়াত রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী বনমালী রায় (Banamali Roy)। আজ, বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রবীণ বামপন্থী নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
ধূপগুড়ি আসন থেকে টানা পাঁচবার জয়ী হয়েছিলেন তিনি। রাজ্যের তফশিলি ও আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। জেলা পরিষদের সভাধিপতির পদেও ছিলেন তিনি। সিপিআইএম দল ও সংগঠনের একাধিক পদ সামলেছেন তিনি।