তন্ময়-কাণ্ডের ধাক্কায় আরও কমবে CPI(M)-র ভোট? চিন্তায় আলিমুদ্দিন

দোরগোড়ায় উপনির্বাচন। ৬টি আসনের মাত্র একটিতে তালডাংড়ায় প্রার্থী দিয়েছে সিপিএম।

November 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

দোরগোড়ায় উপনির্বাচন। ৬টি আসনের মাত্র একটিতে তালডাংড়ায় প্রার্থী দিয়েছে সিপিএম। এরই মধ্যে ধাক্কা খেয়েছে আলিমুদ্দিনে। সিপিএম নেতৃত্ব তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মহিলাকে হেনস্তার অভিযোগ উঠল। পুলিশ পর্যন্ত তা গড়িয়েছে। অভিযোগের প্রভাব আসন্ন উপনির্বাচনে পড়তে পারে বলে মনে করছেন বাম কর্মী-সমর্থকরা। কোন কোন আসনে প্রভাব পড়তে পারে? চিন্তায় বাম শিবির।

আলিমুদ্দিনের নেতারা বলছেন, অভিযোগ মিলতেই ব্যবস্থা নিয়েছে পার্টি। অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে। আরজি কর কাণ্ড থেকে কোনোভাবেই সরতে চাইছে না সিপিএম। কিন্তু রাজনৈতিক মহল মনে করছে, আরজি কর কাণ্ডের প্রভাব হয়তো গ্রামে খুব একটা পড়েনি। নৈহাটিতে কি খানিক হলেও প্রভাব পড়বে? প্রশ্নের উদয় হচ্ছে।

তৃণমূলও তন্ময় কাণ্ডে জমি ছাড়তে রাজি নয়। স্থানীয় এলাকায় মিছিল করেছে তৃণমূল। নৈহাটির লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদারের দাবি, এর কোনও প্রভাব ভোটে পড়বে না। লিবারেশনের সুরেই কথা বলেছেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাস। প্রবীণ সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ আসার পর খোদ রাজ্য কমিটি বিবৃতি দিয়ে জানিয়ে ছিল, এতে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ভোটবাক্স এর প্রভাব পড়বে কিনা সেটাই দেখার!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen