জোটের জট পাকিয়েছে ISF, নৌশাদের ঘাড়ে বন্দুক দাগলেন মহম্মদ সেলিম
মঙ্গলবার ভাঙড়ের কাঁঠালিয়ার সভা থেকে সিপিএম জোট না হওয়ার জন্য নৌশাদ সিদ্দিকিকেই দায়ী করল
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জোটের জট পাকিয়েছে আইএসএফ-ই, ভোটের দিন পনের আগে সে’প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য-রাজনীতির অন্দরে। আইএসএফ, জোট না হওয়ার দায় ঠেলেছিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দিকে। মঙ্গলবার ভাঙড়ের কাঁঠালিয়ার সভা থেকে সিপিএম জোট না হওয়ার জন্য নৌশাদ সিদ্দিকিকেই (Nawsad Siddique) দায়ী করল। ভাঙড়ের শোনপুর বাজারের সভায় ক’দিন আগেই আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি জোট ভাঙার কারণ হিসেবে বিমান বসুকে দায়ী করেছিলেন।
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, জোট না হওয়ায় বিমানবাবুকে দায়ী করে যেটা রটানো হয়েছে, তা ঠিক নয়। নৌশাদের জন্যেই জোট হয়নি। যাদবপুর লোকসভার প্রার্থী সৃজন ভট্টচার্যের সমর্থনে ঘটকপুকুর বাসন্তী থেকে কাঁঠালিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত শোভাযাত্রা করে বামেরা। সেখানেই এমন মন্তব্য করেন সেলিম।