তমলুকে দেবাংশু বনাম মীনাক্ষী? মেদিনীপুরে ফের বামনেত্রী?
সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বাংলায় কংগ্রেসের সঙ্গে সিপিএম তথা বামেদের আসন সমঝোতায় কোনও বাধা নেই।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর পাকা চুল নয়! এবার আসন্ন লোকসভা ভোটে তারণ্যের ভরসায় সিপিএম তথা বামেরা। ভোটে তরুণ মুখকেই প্রার্থী করার পথে হাঁটতে পারে বাম শরিক দলগুলি। সূত্রের খবর, লোকসভা নির্বাচনে তমলুক আসনে সিপিএমের যুবনেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়কে (Minakshi Mukherjee) প্রার্থী করা হতে পারে। লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ও প্রস্তুতি চূড়ান্ত করার লক্ষ্যে সোমবার দিল্লিতে সিপিএমের পলিটব্যুরো বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বাংলায় কংগ্রেসের সঙ্গে সিপিএম তথা বামেদের আসন সমঝোতায় কোনও বাধা নেই।
সিপিএম (CPM) পলিটব্যুরো কংগ্রেসের সঙ্গে আসন রফায় সিলমোহর দিয়েছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। বাংলায় জোট নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে ফোনে কথা বলেন সীতরাম ইয়েচুরি ও মহম্মদ সেলিম। বাংলায় জোট হলেও, কেরলে কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথে এগোচ্ছে না বাম। আজ, বুধবার কলকাতায় রাজ্য বামফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে শোনা যাচ্ছে। বৈঠকেই সিপিএম তথা বামেদের লোকসভা ভোটের প্রার্থী নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।