ছাব্বিশে কংগ্রেসের সঙ্গে জোটের মরিয়া প্রয়াস CPIM-র! শূণ্য থেকে নম্বরে ফেরার চেষ্টা?
সিপিএমের জেলা নেতৃত্বের মতে, কংগ্রেসের সঙ্গে জোট করলে বাম প্রার্থীরা ভোট হারান। একইভাবে, কংগ্রেসের কর্মীরাও সিপিএমের সঙ্গে জোটে যেতে অনিচ্ছুক।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৮: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জটিল হয়ে উঠছে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির সমীকরণ। আলিমুদ্দিন স্ট্রিটে (Alimuddin St) এখন আলোচনার কেন্দ্রবিন্দু-কংগ্রেসকে সঙ্গে নিয়ে লড়বে কি সিপিএম (CPIM)?
সিপিএম নেতৃত্ব, বিশেষত রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim), কংগ্রেসের (Congress) সঙ্গে জোট গড়তে আগ্রহী। ২০২১ ও ২০২৪-এর নির্বাচনে একত্রে লড়াইয়ের অভিজ্ঞতা থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। বামফ্রন্টের শরিক দলগুলি-ফরওয়ার্ড ব্লক (Forward Bloc), আরএসপি (RSP) এবং সিপিআই-তাদের (CPI) ঐতিহাসিক আসন দাবির পাশাপাশি কংগ্রেসকে বাদ দিয়ে লড়াইয়ের পক্ষেই সওয়াল করছে।
দুই দলের নিচুতলার কর্মীদের মধ্যেও জোট নিয়ে উৎসাহের অভাব স্পষ্ট। সিপিএমের জেলা নেতৃত্বের মতে, কংগ্রেসের সঙ্গে জোট করলে বাম প্রার্থীরা ভোট হারান। একইভাবে, কংগ্রেসের কর্মীরাও সিপিএমের সঙ্গে জোটে যেতে অনিচ্ছুক।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Subhankar Sarkar) ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ২৯৪টি আসনেই কংগ্রেস এককভাবে লড়বে। তবে দলীয় স্তরে কিছু নেতার সঙ্গে সিপিএমের আলোচনা চলছেই, যা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বামফ্রন্টের অভ্যন্তরীণ বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ প্রকট। ফরওয়ার্ড ব্লক ১৯৭৭ সালের মতো ৩৪টি আসন দাবি করেছে, আরএসপি চায় ২৩টি। সিপিআই তুলনামূলকভাবে কৌশলী অবস্থান নিয়েছে। অন্যদিকে সিপিএম (CPIM) নেতারা কংগ্রেসকে (Congress) জোটে ফেরাতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে কংগ্রেস আদৌ জোটে ফিরবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।