বাংলাদেশিদের ভারতীয় আধার-ভোটার কার্ড করে দেওয়ার অভিযোগে বাগদায় গ্রেপ্তার সিপিএম নেতা

সাম্প্রতিক সময়ে উত্তর ২৪ পরগনার বনগাঁ-বাগদা সীমান্ত দিয়ে একাধিকবার বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে।

August 9, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: বাংলাদেশিদের ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক সিপিএম নেতা। নাম স্বপন সাধু। পেশায় স্কুলের ক্লার্ক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার সিন্দ্রানী এলাকায়। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তাঁর তৈরি ভুয়ো নথি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত বলে অভিযোগ উঠেছে।

সাম্প্রতিক সময়ে উত্তর ২৪ পরগনার বনগাঁ-বাগদা সীমান্ত দিয়ে একাধিকবার বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। বেশ কয়েকজন দালালও ধরা পড়েছে পুলিশের জালে। সঙ্গে চলছে ভুয়ো নথি কারবারিদের খোঁজ। বিগত দিনে বাংলাদেশিদের ধরতে গিয়ে একাধিক অভিযান চালিয়েছে পুলিশ। সেই সময় ভুয়ো আধার, ভোটার কার্ড সহ বহু নথি উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। এরপর তদন্ত চালিয়ে যেতে থাকে পুলিশ। ধৃতদের জেরা করে উঠে আসে স্বপন সাধু নামে এই সিপিএম নেতার নাম। সিন্দ্রানী এলাকায় স্বপনের বাড়িতে হানা দেয় পুলিশ।

তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কিছু ভুয়ো আধার কার্ড, বিডিও অফিসের স্ট্যাম্প, জন্ম ও মৃত্যু শংসাপত্র, স্থানীয় বিভিন্ন স্কুলের শংসাপত্রের প্যাড, বহু দপ্তরের রবার স্ট্যাম্প উদ্ধার করে। জানা গিয়েছে, এই স্বপন পাথুরিয়া চন্দ্রকান্ত বিদ্যাপীঠের ক্লার্ক ছিলেন। এদিকে জাল নথি তৈরি ছাড়াও স্কুলের কন্যাশ্রীর টাকা তছরূপ, নিয়োগ দুর্নীতিতেও নাকি স্বপন জড়িত বলে অভিযোগ উঠছে।

এদিকে রাজ্যে সম্প্রতি এসআইআর (স্ট্যান্ডার্ড আইডেন্টিটি রেজিস্টার) নিয়ে তোলপাড় চলছে। এই আবহে পুলিশের এই সাফল্য ফের প্রমাণ করল, কেন আধার বা ভোটার কার্ডকে এসআইআর-এ একমাত্র পরিচয়পত্র হিসেবে মান্যতা দিতে নারাজ নির্বাচন কমিশন। কারণ, অনুপ্রবেশকারীরা ভুয়ো নথি দেখিয়ে ‘আসল’ পরিচয়পত্র বানিয়ে নিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen