নবীকে নিয়ে তন্ময়ের করা মন্তব্যে অস্বস্তিতে সিপিএম

শুধু তন্ময়ের সমালোচনা করেই থেমে থাকেননি নওশাদ। তিনি দাবি করেছেন, রাজ্য সিপিএমকে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে

January 30, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না তন্ময় ভট্টাচার্যের। মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় এই সিপিএম নেতা ইতিমধ্যেই দলের প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড হয়েছেন। সম্প্রতি ইসলাম ধর্ম ও নবী হজরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে তাঁর কিছু মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে সরব হয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক ও ফুরফুরা শরিফের পিরজাদা নওশাদ সিদ্দিকি। ফলে ফের দলীয় অস্বস্তির কারণ হয়ে উঠেছেন তন্ময়।

প্রসঙ্গত, শুধু তন্ময়ের সমালোচনা করেই থেমে থাকেননি নওশাদ। তিনি দাবি করেছেন, রাজ্য সিপিএমকে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। যাকে আলিমুদ্দিনের উপর ফুরফুরা শরিফের ‘চাপ’ তৈরির কৌশল বলেই মনে করা হচ্ছে। সমাজমাধ্যমে নওশাদ লিখেছেন, ‘‘অধুনা নিলম্বিত সিপিএম নেতা, প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য ইসলাম ধর্ম সম্পর্কে কিছু অবাঞ্ছিত মন্তব্য করেছেন। একটি সাক্ষাৎকারে শুনলাম মানবতার কাণ্ডারী, যুগশ্রেষ্ঠ মহাপুরুষ, বিশ্ব নবী হজরত মুহাম্মাদ (সাঃ)-কে অপমান করার ধৃষ্টতা দেখিয়েছেন। এমনকি, কোরান এবং হাদিস নিয়েও তিনি বক্তব্য দিচ্ছেন। এই সব কুমন্তব্য ও অসার বক্তব্য উপস্থাপন করা অনুচিত। অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহার করার দাবি করছি।’’ পাশাপাশি নওশাদ লিখেছেন, ‘‘এই বিষয়ে তাঁর দল সিপিএমেরই বা অবস্থান কী?’’

তন্ময় কী বলেছিলেন? উত্তর দমদমের প্রাক্তন সিপিএম বিধায়কের বক্তব্য, ‘‘আমি বলেছিলাম হজরত মহম্মদ প্রথম জীবনে ধর্মপ্রাণ ছিলেন না। মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা সফরের সময়ে তিনি দেখেছিলেন অপশাসন চলছে। তার পরে তিনি তাঁর দর্শন নিয়ে শাসন করা শুরু করেন। আমি তো কাউকে অসম্মান করিনি। আমি বলেছি, সেই সময়ে তিনি যা বলেছিলেন, তা-ই হাদিসে লেখা রয়েছে। ইসলাম যে ধর্ম হিসাবে পৃথিবীতে নবীন, সেটাই বলেছিলাম।’’

গোটা ঘটনা নিয়ে ‘অস্বস্তিতে’ সিপিএম। রাজ্য এবং জেলা সিপিএমের শীর্ষ সারির একাধিক নেতা তন্ময় প্রসঙ্গে মন্তব্য এড়িয়ে গিয়েছেন। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সরাসরি না বলেও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, সাসপেন্ড হওয়া তন্ময়ের নতুন এই কাণ্ডে তাঁরা বিরক্ত। সেলিম বলেন, ‘‘উনি যা বলেছেন, ব্যক্তিগত ভাবে বলেছেন। সিপিএমের এখন এটা কাজ নয়।’’ অর্থাৎ, দল তন্ময়ের মন্তব্যের কোনও ‘দায়’ নিতে চায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen