রবিবার ৪২ ফুটের কালী মূর্তি নিরঞ্জনে ভিড় উপচে পড়ল বুলবুলচণ্ডী বাজারে

অগণিত মানুষের পাশাপাশি নিরঞ্জনযাত্রায় পুলিশ-প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

November 18, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রবিবার ৪২ ফুটের কালী প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে ভিড় উপচে পড়ল বুলবুলচণ্ডী বাজার এলাকায়। প্রতিমার কাঠামোয় দড়ি বেঁধে রথের মতো করে টেনে নিয়ে গিয়ে ডোবাপাড়া মাঠ সংলগ্ন পুকুরে বিসর্জন দেওয়া হয়।

অগণিত মানুষের পাশাপাশি নিরঞ্জনযাত্রায় পুলিশ-প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বিশালাকার কালী প্রতিমা দেখতে জেলা ও জেলার বাইরে থেকে বহু মানুষ সমবেত হয়েছিল। এমনকী বিহারের বাসিন্দারাও দেবীর নিরঞ্জন দেখতে এসেছিলেন। নিরঞ্জন উপলক্ষ্যে প্রশাসনের কড়া নিরাপত্তা ছিল। বুলবুলচণ্ডী বাজারের কালী পুজোর বিশেষ আকর্ষণ হল প্রতিমা নিরঞ্জন। যা দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। এবারেও তার অন্যথা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen