ভারতের ঝুলিতে পাঁচ নম্বর পদকটিও এল ভারোত্তোলনে, সোনা জয় জেরেমির

ফিরে এসে ১৬০ কিলো তুলে, সব মিলিয়ে মোট ৩০০ কিলো ভার তুললেন জেরেমি। আর দেশের জন্য ছিনিয়ে নিলেন স্বর্ণপদক।

July 31, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারতে জন্য স্মরণীয় হয়ে উঠতে চলেছে চলতি কমনওয়েলথ গেমস। ইতিমধ্যেই দেশের ঝুলিতে চলে এল পাঁচ নম্বর পদক, আর সেটিও এল ভারোত্তোলনে। কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনের ৬৭ কিলো বিভাগে দেশকে সোনা এনে দিলেন জেরেমি লালরিন্নুঙ্গা।

মিজোরামের আইজলের ১৯ বছর বয়সী জেরেমির হাত ধরে চলতি কমনওয়েলথ গেমসে দেশের দ্বিতীয় সোনা প্রাপ্তি ঘটল। এদিন ক্লিন ও জার্ক বিভাগে ১৫৪ কিলো ভার তুলতে গিয়ে পায়ে চোট পান জেরেমি। যদিও চোট তাকে হারাতে পারেনি। ফিরে এসে ১৬০ কিলো তুলে, সব মিলিয়ে মোট ৩০০ কিলো ভার তুললেন জেরেমি। আর দেশের জন্য ছিনিয়ে নিলেন স্বর্ণপদক।

২০১৮ সালে ১৫ বছর বয়সে যুব অলিম্পিক্সে নেমে দেশের জন্য সোনা জিতেছিলেন জেরেমি। এর আগে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও শোনা জিতেছিলেন এই তরুণ ভারোত্তোলক। এবার কমনওয়েলথ গেমসেও সোনা জয় করলেন। ১৪০ কিলো ভার তুলে, কমনওয়েলথ গেমসে স্ন্যাচিংয়ে ৬৭ কিলো বিভাগে রেকর্ড গড়লেন আইজলের জেরেমি।

তাঁর এই জয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen